Sunday, August 24, 2025

হরিশ পার্কে বিবেক কাপ। রবিবাসরীয় সন্ধ্যায় এক জমজমাট ফুটবল ফেস্টিভ্যাল। গায়ক- ফিল্মস্টারদের নিয়ে তৈরি তারকাদের বিরুদ্ধে মাঠে নেমে খেললেন মোহনবাগান-ইস্টবেঙ্গলের প্রাক্তনীরা। এই মশলা ম্যাচ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন হাজির সকলে।

তবে গোল করতে না পারায় গায়ক তথা তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়র একটা আক্ষেপ রয়েই গেল। গোল করার জায়গায় গিয়েও তা পারলেন না। কারণ, সহ-খেলোয়াড়রা সঠিক ভাবে পাস বাড়িয়ে তাঁকে সাহায্য করতে ব্যর্থ। তা না হলে ৫১ বছর বয়সেও গোল করে দেখিয়ে দিতেন তিনি।

প্রসঙ্গত, আজ রবিবার বিকালে মাঠে নেমে চুটিয়ে ফুটবল খেললেন বাবুল। তাঁর টিমে ছিলেন ফাল্গুনী দত্ত, রহিম নবি ও অভিনেতা বনি সেনগুপ্ত। প্রতিপক্ষ দলে ছিলেন ষষ্ঠী দুলে, নাসিম আক্তার , অভিনেতা সোহম চক্রবর্তীরা। এই ম্যাচে বাবুলের টিম ২-০ গোলে ম্যাচ জিতে গেলেও গোল পাননি বালিগঞ্জের বিধায়ক। গোল মুখে অন্তত তিনবার পৌঁছে গিয়েও লক্ষ্যপূরণ হয়নি বাবুলের। তাই জিতেও মন খারাপ বাবুলের।

উল্লেখ্য, হরিশ মুখার্জি পার্কে বিবেক কাপ ফাইনালের আগে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন চিত্রতারকা আর অতীতে ময়দান কাঁপানো প্রাক্তন ফুটবলাররা। অন্যতম আয়োজক ছিলেন কার্তিক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্থানীয় পৌরমাতা কাজরী বন্দ্যোপাধ্যায়, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত-সহ আরও বিশিষ্টজনেরা। ছিলেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

আরও পড়ুন- অভিষেক ত্রিপুরায় পা রাখার আগেই রবিবাসরীয় প্রচারে ঝড় তুললো তৃণমূল

Related articles

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...

গুরু গ্রন্থসাহেব-এর প্রকাশ পর্ব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাংলায় সকলের অধিকার রক্ষিত হয় সবথেকে বেশি মর্যাদার সঙ্গে। সব ধর্ম, সব জাতিকে যোগ্য মর্যাদা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version