Saturday, January 31, 2026

ফেল করা পরীক্ষার্থীদের পাশ করানোর দাবিতে রাজ্য জুড়ে পড়ুয়াদের বিক্ষোভ 

Date:

Share post:

উচ্চ মাধ্যমিক পরীক্ষার (HS Examination) ফল প্রকাশিত হয়েছে গত শুক্রবার। এবারে পাশের হার ৮৮ শতাংশেরও বেশি। তাহলে কেন তাঁদের স্কুলের ৩৭ জন পরীক্ষার্থী ফেল করলেন , এই প্রশ্ন তুলে বনগাঁর বাটার মোড়ে রাস্তায় বসে বিক্ষোভ বনগাঁর (Bangaon) কুমুদিনী স্কুলের (kumudini school) ৩৭ জন ছাত্রীর। বিক্ষোভের জেরে অবরুদ্ধ যশোর রোড। অন্যদিকে তাহেরপুরে (Taherpur) বিভিন্ন বিষয়ে ফেল করে ৫৭ জন পড়ুয়া পথ অবরোধ করেছে বলে জানা যাচ্ছে। রাজ্য জুড়ে ক্রমশ প্রকট হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনুত্তীর্ণ ছাত্র ছাত্রীদের বিক্ষোভের ছবি।

উত্তর ২৪ পরগণার বনগাঁর (Bangaon) কুমুদিনী স্কুলে চলতি বছরে ২৭৯ জন  উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ৩৭ জন পরীক্ষার্থী ইংরেজি-সহ অন্যান্য বিষয়ে ফেল করেছেন। তাঁদের হুমকি, সকলকে পাশ না করালে অনশন করবেন তাঁরা। পাশ করানোর দাবি তুলে আত্মহত্যার (Suicide) হুমকিও দিয়েছেন তাঁরা।অন্যদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৬৫ জন ছাত্রী অনুত্তীর্ণ হওয়ায় অবরোধ মালবাজার মহকুমার ওদলাবাড়ি ৩১ নাম্বার জাতীয় সড়কেও। নদিয়াতেও(Nadia) একই ছবি। সূত্র বলছে, নদিয়ার তাহেরপুর থানা এলাকার বীরনগর শিবকালী উচ্চ বালিকা বিদ্যালয়ের ১৫৩ জন ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ইংরেজিতে ফেল করেছেন ৫৪ জন। তাঁরা বলছেন এটা অসম্ভব। স্কুলের গাফিলতির দিকে আঙুল তুলছেন তাঁরা। ফেল করা সব ছাত্রীদের পাশ করানোর দাবি তুলে রানাঘাট-আড়ংঘাটা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রীরা। রাস্তা অবরোধ করে বীরভূম জেলা জুড়েও চলছে বিক্ষোভ । বীরভূমের (Birbhum) সাঁইথিয়ার শশীভূষণ দত্ত বালিকা বিদ্যালয়ের প্রায় ৩১০ জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিলেও, ফল প্রকাশের পর দেখা গেছে ২৯০ জন পরীক্ষার্থীই ফেল! পাশ করিয়ে দেবার দাবিতে বিদ্যালয়ের সামনে সাঁইথিয়া – লাভপুর চৌহাট্টা যাবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরাও।



spot_img

Related articles

বন্ধ হতে চলেছে টেলিপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’! বাড়ছে জল্পনা

জনপ্রিয়তা থেকে বিতর্ক, বারবার খবরের শিরোনামে থেকেছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'(Chirodini Tumi Je Aamar)। জিতু...

ভোটার তালিকায় ভুল রুখতে কড়া কমিশন, মাইক্রো অবজার্ভারদের কাঁধে নতুন দায়িত্ব

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবার আরও কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। স্পষ্ট জানানো...

বিভ্রান্ত জারি পিসিবির, টি২০ বিশ্বকাপের আগে নয়া জটিলতায় আইসিসি

টি২০ বিশ্বকাপ ( ICC T20 World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন কিন্ত তার আগে জটিলতা কিছুতেই কাটছে...

IG পদে উন্নতির জন্য ফতোয়া: ২০১১ পরবর্তী ক্যাডারদের জন্য নতুন নিয়ম

কেন্দ্রে আইজি বা সমতুল পদে নিয়োগের ক্ষেত্রে আইপিএস আধিকারিকদের (IPS Officer) জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) নতুন...