Monday, November 10, 2025

ত্রিপুরায় পরিবর্তন হবেই, উপনির্বাচনের জয় দিয়েই ২৩-এর খুঁটি পুজো: অভিষেক

Date:

সোমনাথ বিশ্বাস, আগরতলা

ত্রিপুরায় পরিবর্তন হবেই- আগরতলায় ভিড়ে ঠাসা জনসভায় দাঁড়িয়ে বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banarjee)। মঙ্গলবার, সকালে আগরতলায় (Agartala) পৌঁছে জনজোয়ারে ভেসে রোড শো করেন অভিষেক। রোড শো শেষে জি বি বাজারে জনসভা থেকে তীব্র ভাষায় ত্রিপুরার বিজেপি (BJP) সরকারকে আক্রমণ করেন তৃণমূলের (TMC)সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ত্রিপুরায় তৃণমূল যাওয়ার পরেই ভয় পেয়েছে গেরুয়া শিবির। ফলে, ‘বিগ ফ্লপ দেব’কে মুখ্যমন্ত্রী পথ থেকে সরিয়ে দিয়েছে।

পাখির চোখ ২০২৩-এ ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। সেই পথ মসৃণ হবে এ মাসের ২৩ তারিখ টাউন বড়দোয়ালি ও আগরতলা বিধানসভায় উপনির্বাচনে তৃণমূলে জয়ের মাধ্যমে- মন্তব্য অভিষেকের। তিনি বলেন, ত্রিপুরায় তৃণমূল পা দেওয়ার পরেই ভয় পেয়েছে বিজেপি। সেই কারণে মুখ্যমন্ত্রী বদল। এক মানিক ত্রিপুরাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, এখন আরেক মানিক রাজ্যকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। তৃণমূলই ত্রিপুরার আঁধার ঘোচাতে পারে। কংগ্রেস-সিপিআইএমের (Congress-CPIM) বিরুদ্ধে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, বাম জমানা ত্রিপুরার মানুষ দেখেছে। আর কংগ্রেসের অবস্থা তলানিতে ঠেকেছে, নির্বাচনে ২ শতাংশ ভোট পাচ্ছে।

বিজেপি-র বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ডবল ইঞ্জিন সরকারের স্বাস্থ্য পরিষেবার এমনই হাল যে, ত্রিপুরায় অসুস্থ হলে কলকাতায় চিকিৎসা করাতে নিয়ে যেতে হয়। তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, ডবল ইঞ্জিন সরকার মানে ডবল চোরের সরকার। রাজ্যেও চুরি, কেন্দ্রেও চুরি। অভিষেক বলেন, বিজেপি ভাইরাস হলে তৃণমূল ভ্যাকসিন।বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীত্বে উন্নয়নমূলক প্রকল্পে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ। কিন্তু বিজেপি আমলে ত্রিপুরায় দুয়ারে গুন্ডা। তৃণমূল ক্ষমতায় এলে ত্রিপুরাতেও দুয়ারে সরকার হবে। রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ।

অভিষেক জানান, আগামী বছর ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে পরিবর্তন হবে। তৃণমূল যখন রাজ্যে এসেছে, তখন বিজেপিকে ত্রিপুরা-ছাড়া করবে। তবে, তার আগেই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থীদের জয়ী করে বিধানসভা নির্বাচনের পথ মসৃণ করতে হবে- বার্তা অভিষেকের।

অভিষেকের এদিনের জনসভায় ছিল উপচে পড়ে ভিড়। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আবার ২০ তারিখ তিনি ত্রিপুরা যাবেন বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।



Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version