Thursday, August 21, 2025

জামিন মিলল না,২০ জুন পর্যন্ত পুলিশ হেফাজতেই রোদ্দুর

Date:

Share post:

জামিন পেলেন না বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়। আগামী ২০ জুন পর্যন্ত পুলিশ হেফাজতেই তাকে থাকতে হবে।

মঙ্গলবার রোদ্দুরের বিরুদ্ধে দু’টি মামলার শুনানি ছিল ব্যাঙ্কশাল কোর্টে। একটিতে জেল হেফাজত, অন্যটিতে পুলিশ হেফজতের নির্দেশ দিয়েছে আদালত।
ফলে সোমবার পর্যন্ত ইউটিউবার রোদ্দুর পুলিশি হেফাজতেই থাকবেন।
মঙ্গলবার রোদ্দুরের বিরুদ্ধে একটি মামলারই শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু পরে জানা যায় যে ব্যাঙ্কশাল কোর্টে রোদ্দূরের বিরুদ্ধে আরও একটি মামলার শুনানি রয়েছে। সেই মামলাতেও তার বিরুদ্ধে অশ্লীল ভিডিও প্রচারের অভিযোগ ছিল।

ইউটিউব ভিডিওতে তিনি অশ্লীলতা প্রচার করছেন এই অভিযোগ দায়ের করা হয়েছিল । মঙ্গলবার দু’টি আলাদা এজলাসে রোদ্দুরের দুটি মামলার শুনানি হয়।

প্রথম দফায় দু’টি মামলার নির্দেশ স্থগিত রাখা হয়। পরে আদালত জানিয়ে দেয়, আপাতত পুলিশি হেফাজতেই থাকবেন রোদ্দূর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে করা রোদ্দূরের কুমন্তব্য সংক্রান্ত মামলাটিতে জেল হেফাজত হয়েছে রোদ্দূরের। এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল হেয়ার স্ট্রিট থানায়। এই অভিযোগের ভিত্তিতে রোদ্দুরকে গোয়া থেকে গ্রেফতার করে আনা হয়। পরে চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের (সিএমএম) আদালত রোদ্দুরকে পুলিশের হেফাজতে রাখার নির্দেশও দেন। মঙ্গলবারের শুনানিতে রোদ্দুরের পুলিশি হেফাজতের মেয়াদ বাড়বে কি না, সে দিকেই নজর ছিল সবার। কিন্তু সেই মামলা ওঠার আগেই আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট ১ সুব্রত মুখোপাধ্যায়ের এজলাসে আরও একটি মামলা ওঠে রোদ্দুরের নামে।
দুবছর আগে ইউটিউবারের বিরুদ্ধে বড়তলা থানায় দায়ের হওয়া এই মামলাটিরও মঙ্গলবারই শুনানি হবে বলে জানায় আদালত।

বড়তলা থানায় রোদ্দুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল তাঁর করা বেশ কয়েকটি ইউটিউব ভিডিও নিয়ে। অভিযোগকারী জানিয়েছিলেন, রোদ্দুরের ওই ইউটিউব ভিডিওগুলি অশ্লীল। মঙ্গলবার ওই মামলার শুনানি চলাকালীন অবশ্য রোদ্দুর বিচারকের এজলাসে ছিলেন না। আইনজীবী একটি পেন ড্রাইভে রোদ্দুরের ভিডিও সংক্রান্ত তথ্য জমা দেন বিচারকের কাছে। মামলায় পরবর্তী নির্দেশ কিছুক্ষণ পরে দেওয়া হবে বলে জানিয়ে দেন বিচারক।
এর পরে মমতাকে কুমন্তব্য করা নিয়ে মামলাটির শুনানি শুরু হয় সিএমএমের আদালতে। মামলাটির শুনানিতে রোদ্দুর আদালতে উপস্থিত ছিলেন। তবে তিনি কোর্ট রুমে চুপচাপ বসে ছিলেন।

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...