Sunday, January 11, 2026

UP: মহিলা আইনজীবীকে ধর্ষণ, যোগীরাজ্যে কাঠগড়ায় পুলিশ

Date:

Share post:

রক্ষকই ভক্ষক, মহিলা আইনজীবীকে ধর্ষণে (Rape)অভিযুক্ত পুলিশ আধিকারিক, আবারও খবরের শিরোনামে যোগীরাজ্য (Uttarpradesh)। শুধু ধর্ষণই নয়, মহিলা গর্ভবতী হয়ে পড়লে তাঁকে জোর করে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। ঘটনার জেরে শোরগোল মিরাটে (Meerut), অভিযুক্ত সাব-ইন্সপেক্টর অজয় শর্মার (Ajay Sharma) বিরুদ্ধে পল্লবপুরম থানায় (Pallavpuram Police Station) এফআইআর দায়ের করা হয়েছে ।

নারী নির্যাতনে আবারও সামনে এসেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশের নাম। মহিলা সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে যোগী আদিত্যনাথের সরকার। অভিযুক্ত সাব-ইন্সপেক্টর অজয় শর্মা বর্তমানে গাজিয়াবাদের একটি থানায় কর্মরত। তিনি যখন মিরাটের কানকারখেরা এলাকার লিসারি গেট থানায় ছিলেন সেই সময় ওই মহিলা আইনজীবীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। মহিলা আইনজীবী জানিয়েছেন মিরাটে আদালতে একটি শুনানির সময়ে তাঁর সঙ্গে পুলিশ অফিসারের আলাপ হয়েছিল। মহিলার অভিযোগ পুলিশ অফিসার এবং তাঁর বন্ধুরা মিলে ঠান্ডা পানীয়র মধ্যে নেশার দ্রব্য মিশিয়ে গণধর্ষণ করেন। ওই মহিলা আইনজীবী পুলিশ অফিসারের বিরুদ্ধে ধর্ষণের ভিডিও রেকর্ড করার অভিযোগও এনেছেন। তারপরেই তিনি গর্ভবতী হয়ে পরলে গর্ভপাত করাতে বাধ্য করেন অভিযুক্ত সাব-ইন্সপেক্টর। এই ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র। অনেকেই বলছেন এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে গণধর্ষণের অভিযোগ জানাতে যাওয়া ১৩ বছরের নাবালিকাকে যোগী রাজ্যের পুলিশের ধর্ষণের ঘটনা। বিষয়টি সামনে আসার পরেই তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। নির্যাতিতা মহিলা আইনজীবীর বাড়িতে হামলা চালিয়ে জোর করে টাকা ও গয়না নিয়ে যান অভিযুক্ত অজয় শর্মা। পল্লবপুরম থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

থানায় ধর্ষণের ঘটনা এই প্রথম নয়। ঘটনার সূত্রপাত গত ২২ এপ্রিল। অভিযোগ, চার যুবক ১৩ বছর বয়সি নাবালিকাকে তুলে নিয়ে যায় ভোপালে। এরপর সেখানে তাকে লাগাতার গণধর্ষণ করা হয়। বারবার কেন নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে যোগী রাজ্যে? আইন শৃঙ্খলা নিয়ে কী ভাবছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী? কাঠগড়ায় পুলিশ ।



spot_img

Related articles

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...