Thursday, May 15, 2025

বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিলের উপর ভোটাভুটিতে ভুল, তদন্তের নির্দেশ স্পিকারের

Date:

Share post:

সোমবার, বিধানসভায় বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিলের উপর ভোটাভুটিতে ভুল হওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। মঙ্গলবার, অধিবেশনের শুরুতেই স্পিকার (Speaker) এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এধরণের ভুলের পুনরাবৃত্তি না হয় তা দেখা হবে।

সোমবার, বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল পাশ করানোর জন্য বিজেপির (BJP) দাবিতে বিধানসভায় ভোটাভুটি হয়। সেখানে বিরোধীদের পক্ষ থেকে ৪০টি ও সরকার পক্ষের সদস্যদের তরফে ১৮২টি ভোট পড়ে বলে জানানো হয়। কিন্তু এই সংখ্যা নিয়ে হিসেবে গরমিলের অভিযোগ তোলে বিজেপি। সে সময়ই অধ্যক্ষ জানিয়েছিলেন, বিষয়টি খতিয়ে দেখবেন। এরপরই অধিবেশন চলাকালীন ভুল স্বীকার করে নেন। আদতে ওই বিলের পক্ষে ও বিপক্ষে যথাক্রমে, ১৬৭ ও ৫৫টি ভোট পড়েছে। বিধানসভার মধ্যে এই ভোটাভুটিতে কীভাবে এমন ভুল হওয়া সম্ভব তাই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে পুরো বিষয়টিই তদন্ত করে দেখা হবে বলে মঙ্গলবার অধিবেশনে জানান অধ্যক্ষ। বলেন, “আমি আবারও বলছি বিধানসভার এক কর্মীর এক নম্বর ব্লকের ভোট গুনতে ভুল করেন। অনিচ্ছাকৃত এই ভুল এর বিষয়ে আমি ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছি।”


spot_img

Related articles

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই...

টেস্ট অবসরের পর প্রথম মাঠে নামলেন বিরাট কোহলি

টেস্ট থেকে অবসর নেওয়ার পর প্রথমবার মাঠে নামলেন বিরাট কোহলি(Virat Kohli)। আগামী ১৭ মে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)...

দুমুখো ট্রাম্প, অ্যাপেলকে ভারতে কারখানা গড়তে না আমেরিকার

বাণিজ্য না করার হুমকি দিয়ে ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করার পর এবার এদেশে অ্যাপলের জিনিস উৎপাদন না...

আর্শাদের সঙ্গে সম্পর্ক আগের মতো থাকবে নাঃ নীরজ চোপড়া

আর্শাদ নাদিমকে(Arshad Nadeem) নিয়ে এবার বিরাট বার্তা দিলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া(Neeraj Chopra)। আর্শাদ নাদিমের সঙ্গে তাঁর...