Wednesday, November 12, 2025

কাশ্মীরে চিতাবাঘের হামলায় ৩ শিশুর মৃত্যু, মানুষখেকোকে হত্যার নির্দেশ

Date:

চিতাবাঘের(leopard) আতঙ্কে ঘুম ছুটেছে জম্মু-কাশ্মীরের(Jammu Kashmir) উরি এলাকার সাধারণ মানুষের। রাতের অন্ধকারে এলাকায় হানা দিচ্ছে একটি পাহাড়ি চিতাবাঘ। তার কবলে পড়ে ইতিমধ্যেই এলাকার তিনটি শিশুর মৃত্যু হয়েছে। দিনের পর দিন এই হামলার ঘটনা বেড়েই চলেছে। বিষয়টি নজরে আসার পর এবার নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। প্রশাসনের তরফে বনদপ্তর ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে ওই চিতাবাঘটিকে খাঁচা বন্দি করার। যদি ধরা না পড়ে সে ক্ষেত্রে মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে তাকে যেন হত্যা করা হয়। পাশাপাশি এলাকাবাসীকেও বাঘের হামলা থেকে বাঁচতে একাধিক বিধি-নিষেধ জারি করা হয়েছে।

জানা গেছে, গত কয়েকদিনে উরির পাহাড়-জঙ্গল লাগোয়া কালসান ঘাটি ও বোনিয়ার এলাকায় ওই ৩ শিশুর উপর হামলা চালায় চিতাবাঘ। যার জেরে মৃত্যু হয় তাদের। এই ঘটনার পর আতঙ্কে কার্যত ঘরবন্দি এলাকাবাসী। ভয়াবহ এই পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে চিতাবাঘটিকে জীবিত ধরা অথবা হত্যার নির্দেশ দিয়েছেন বারামুলার ডেপুটি কমিশনার সৈয়দ সেরিশ আসগর। যদিও বাঘটিকে জীবিত ধরাই প্রথম লক্ষ্য হবে বলে জানানো হয়েছে। এছাড়াও স্থানীয়দের নির্দেশ দেওয়া হয়েছে, নিতান্ত প্রয়োজন ছাড়া জঙ্গলের দিকে না যাওয়ার জন্য। শিশুরা যাতে কোনওমতেই জঙ্গলে একা না যায় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে জারি হয়েছে আরও একাধিক বিধি-নিষেধ। অন্যদিকে বাটিকের দ্রুত খাঁচাবন্দি করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে প্রশাসন।


Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version