Saturday, November 15, 2025

মধ্যবিত্তের হেঁশেলে ফের কেন্দ্রের কোপ। দাম বাড়ছে রান্নার গ্যাসের (Domestic gas cylinder) নতুন সংযোগের। আগামী ১৬ জুন থেকে রান্নার গ্যাসের ক্ষেত্রে নয়া দাম কার্যকরী হচ্ছে। এবার থেকে বাড়ির রান্নার গ্যাসের ১৪.২ কেজির সিলিন্ডার সংযোগের জন্য সিকিউরিটি অ্যামাউন্ট (Security amount) বাবদ ৭৫০ টাকা জমা দিতে হবে গ্যাস কোম্পানিগুলির কাছে। এখানেই শেষ নয়,সঙ্গে বেড়েছে গ্যাসের রেগুলেটারের দামও। এবার থেকে নতুন গ্যাস রেগুলেটর (Gas Regulator)কিনতে গ্রাহককে ১০০ টাকা বেশি দিতে হবে ।


রান্নার গ্যাসের দাম নিয়ে এমনিতেই চিন্তার ঘুম উড়েছে মধ্যবিত্তের। তার মধ্যেই নতুন উদ্বেগ, ১৬ জুন থেকে নতুন এলপিজি কানেকশন (LPG Connection) নিতে আরও বেশি টাকা দিতে হবে সাধারণ জনগণকে। শুধু গৃহস্থের ব্যবহারিক সিলিন্ডারই নয় কিলোগ্রাম এককের সিলিন্ডারের নতুন সংযোগের ক্ষেত্রেও আরও ৩৫০ টাকা দিতে গ্রাহকদের। আগে নতুন এলপিজি সিলিন্ডারের কানেকশন নিতে গ্রাহকদের ১৪৫০ টাকা দিতে হত। এবার এক ধাক্কায় দাম বেড়ে ২২০০ টাকা করা হল। নতুন করে সংযোগ বাবদ ৭৫০ টাকা দাম বেড়েছে। সঙ্গে রেগুলেটররে জন্য দিতে হচ্ছে ২৫০ টাকা। এখানেই শেষ নয় , এবার থেকে পাসবুকের জন্য ২৫ টাকা ও পাইপের জন্য ১৫০ টাকা আলাদাভাবে দিতে হবে আবেদনকারীকে। সেই অনুসারে প্রথমবার গ্যাস সিলিন্ডার সংযোগ ও প্রথম সিলিন্ডারের জন্য সব মিলিয়ে গ্রাহককে মোট ৩,৬৯০ টাকা দিতে হবে। আবার যদি দুটি সিলিন্ডার নিতে চান কেউ, সেক্ষেত্রে তাঁকে হিসেবে ৪৪০০ টাকা দিতে হবে। কিন্তু প্রশ্ন উঠছে কেন এই বেশি টাকা দিতে হচ্ছে? গ্যাস কোম্পানিগুলির বক্তব্য পুরোটাই সিকিউরিটি ডিপোজিট বাবদ নেওয়া হচ্ছে। অন্যদিকে পাঁচ কিলোগ্রামের একটি সিলিন্ডারের সিকিউরিটি ডিপোজিটের ক্ষেত্রেও এখন বেশি টাকা জমা দিতে হবে। পাঁচ কেজি সিলিন্ডারের সিকিউরিটি বাবদ এতদিন পর্যন্ত ৮০০ টাকা দিতে হলেও, আগামিকাল থেকে ১১৫০ টাকা দিতে হবে।



Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version