Friday, November 7, 2025

পাওয়ার নিমরাজি, রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বৈঠকে আরও ২ নাম প্রস্তাব মমতার

Date:

রাষ্ট্রপতি নির্বাচনে(Precidential Election) বিরোধী জোটকে সঙ্ঘবদ্ধ করতে কোমর বেধে মাঠে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর উদ্যোগে দিল্লিতে এদিন বিরোধী বৈঠকে সর্বসম্মতিতে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে উঠে আসে শরদ পাওয়ারের নাম। তবে তিনি রাজি না হওয়ার পর সূত্রের খবর, আরও দুটি নাম প্রস্তাব করেছেন তৃণমূল নেত্রী। তাঁরা হলেন, গোপাল কৃষ্ণ গান্ধী এবং ফারুক আবদুল্লা।

বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানান, “আমরা বিরোধী শিবিরের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সকলেই চেয়েছিলাম শরদ পাওয়ারজি রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াক। তবে যদি তিনি প্রার্থী হতে না চান সেক্ষেত্রে সর্বসম্মতিতে অন্য কোনও প্রার্থীর নাম ভাবা হবে।” সূত্রের খবর, এদিনের বৈঠকে সর্ব সম্মতিতে এই প্রস্তাব ওঠার পরই তা খারিজ করে দেন পাওয়ার। এরপর বিকল্প নাম হিসেবে তৃণমূল নেত্রীর তরফে ২ টি নাম প্রস্তাব করা হয় তারা হলেন, ফারুক আবদুল্লা এবং গোপালকৃষ্ণ গান্ধী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিনের বৈঠক সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান, “আজকের বৈঠকে একাধিক রাজনৈতিক দলের নেতারা ছিলেন। এমনকী বামপপন্থী দলের নেতারাও ছিলেন। সর্বসম্মতভাবে যে প্রার্থীর নাম ঘোষণা করা হবে, তাঁকে সকলেই সমর্থন করবে। বিরোধী শিবিরকে একজোট করার এই প্রক্রিয়া সুন্দরভাবে শুরু হয়েছে। অনেক মাস পর আমরা একত্রিত হয়েছি। আবারও আমরা এই ধরণের বৈঠকে বসব।” জানা যাচ্ছে, শীঘ্রই আরও একটি বিরোধী বৈঠকের আয়োজন করা হবে দিল্লিতে। সেখানে সকল নেতৃত্বের উপস্থিতিতে নাম চুড়ান্ত হবে রাষ্ট্রপতি পদপ্রার্থীর। সে ক্ষেত্রে ফারুক আবদুল্লা এবং গোপালকৃষ্ণ গান্ধীর মধ্যে শেষ পর্যন্ত সর্বসম্মতিক্রমে কাকে বেছে নেওয়া হবে, সেটাই এখন দেখার।

মমতার ডাকে এদিন দিল্লির এই বৈঠকে উপস্থিত ছিলেন…
তৃণমূল- মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক, যশবন্ত সিনহা।

কংগ্রেস- মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, রণদীপ সূর্যেওয়ালা।

শিবসেনা- প্রিয়াঙ্কা চতুর্বেদী, সুভাষ দেশাই।

সমাজবাদী পার্টি- অখিলেশ যাদব।

সিপিএম- এলামারান করিম
সিপিআই- বিনয় বিশ্বম।
সিপিআইএমএল- দীপঙ্কর ভট্টাচার্য
ন্যাশনাল কনফারেন্স- ওমর আব্দুল্লাহ।
পিডিপি- মেহবুবা মুফতি।
জেডিএস- দেবগৌড়া, কুমারস্বামী
ডিএমকে- টি আর বালু
আরএলডি- জয়ন্ত চৌধুরী
এনসিপি- শারদ পাওয়ার,পিসি চাক, প্রফুল্ল প্যাটেল
আরজেডি- মনোজ ঝা
আই ইউ এম এল- ই টি বসির
নাগরিক সমাজ- সুধীন্দ্র কুলকার্নি

এন. কে প্রেমাচন্দ্রন — আর. এস. পি


Related articles

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...

KIFF: চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই সত্যজিৎ স্মরণ, নন্দনে শ্রদ্ধার্ঘ্য ঋত্বিক ঘটককে

মহানগরীতে সিনে উৎসবের মেজাজ, শুরু হয়ে গেল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার...

রাজারহাটে যাত্রীবোঝাই বাস উল্টে দুর্ঘটনা, আহত বহু

শুক্রবার সাত সকালে রাজারহাটের হাড়োয়া খালি উল্টে গেল যাত্রীবোঝাই বাস (Bus Accident in Rajarhat)। বেড়াচাঁপার দিক থেকে করুণাময়ীর...
Exit mobile version