Thursday, August 21, 2025

উত্তরপ্রদেশে বুলডোজার-রাজ, উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টে চিঠি আইনজীবীদের

Date:

যোগী রাজ্যের সাম্প্রতিক অবস্থা নিয়ে এবার দেশের সর্বোচ্চ আদালতের (Supreme Court)দ্বারস্থ আইনজীবীরা। যেভাবে বুলডোজার চালিয়ে একের পর এক বাড়ি ভেঙে ফেলা হচ্ছে তাতে রীতিমত চিন্তায় আইনজীবীরা (Lawyers)। এমনকি পরিস্থিতির দিকে নজর রেখে স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করতে অনুরোধ জানানো হয়েছে সুপ্রিম কোর্টের কাছে।

রাজনৈতিক নেতা নেত্রীদের বিতর্কিত মন্তব্যের জেরে চারিদিকে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত। দেশজুড়ে অশান্তির আবহ তৈরি হয়েছে। একই অবস্থা উত্তরপ্রদেশেও (Uttar Pradesh)। সে রাজ্যের সরকারের তরফ থেকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি মারধোর থেকে শুরু করে নির্বিচারে বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে আদিত্যনাথের সরকার। এবার সরব হলেন ১২ জন আইনজীবী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানাকে (NV Ramana)চিঠি লিখলেন তাঁরা। এই তালিকায় আছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি সুদর্শন রেড্ডি, ভি গোপালা গৌড়া, একে গাঙ্গুলি- সহ নানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরা। তাঁরা অভিযোগ করছেন যে প্রতিবাদীদের কথা বলার সুযোগ দিচ্ছে না উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh)। তাঁরা অভিযোগ করছেন যে, আইনকে নিজের মতো করে পরিচালনা করার চেষ্টা করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী স্বয়ং। হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে ইতিমধ্যেই তিনশো জনকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। আইনের নিয়মকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের একাধিপত্য কায়েম করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী বলে অভিযোগ উঠেছে। মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন তুলে,সুপ্রিম কোর্টের (Supreme Court) হস্তক্ষেপ দাবি করে ১২জন আইনজীবী চিঠি দিয়েছেন রামানাকে।



Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version