Saturday, May 3, 2025

১) ভারতীয় দলের অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া। আইপিএলে গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করার পুরস্কার পেলেন হার্দিক। বুধবার আয়ারল্যান্ড সফরের জন্য ১৭ জনের ভারতীয় দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই দলের অধিনায়ক করা হয়েছে হার্দিককে।

২) ফুটবল মাঠে নামলেই নতুন কিছু শিখতে চান। নিজের ভুল শোধরাতে চান। বর্ষসেরা ভারতীয় ফুটবলার হয়ে এমনটাই বললেন লিস্টন কোলাসো। বুধবার মধ্য কলকাতার একটি হোটেলে ভারতের পেশাদার ফুটবলারদের সংস্থার তরফে দেশের সেরা ফুটবলার এবং কোচকে পুরস্কৃত করা হয়।

৩) আগামী পাঁচ বছরের জন্য আইপিএলের সম্প্রচার স্বত্ব পেয়ে খুশি ডিজনি স্টার কর্তৃপক্ষ। তিন দিনের ই-নিলামে আইপিএলের সম্প্রচার স্বত্ব পেয়ে খুশি সংস্থার চেয়ারম্যান রেবেকা ক্যাম্পবেল।

৪) ভারতের যুব দলে ডাক পেলেন বাংলার সুজিত সিংহ। কেরলে সন্তোষ ট্রফিতে বাংলার হয়ে দুর্দান্ত খেলেছিলেন তিনি। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে যাত্রা শুরু করার আগে সুনীল ছেত্রীরা প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন বাংলা দলের বিরুদ্ধে। সেই ম্যাচেও অসাধারণ গোল করেছিলেন উত্তরবঙ্গের মালবাজারের সুজিত।

৫) আইসিসির টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় ১০ নম্বরে রয়েছেন ভারতের বিরাট কোহলি। জো রুট, বাবর আজমরা তালিকায় প্রথম চারের মধ্যে রয়েছেন। তাঁদের থেকে অনেকটা পিছিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক। তালিকার শীর্ষে থাকা ইংল্যান্ডের রুটের পয়েন্ট ৮৯৭।

৬) ছোটদের বিশ্বকাপ হবে ভারতে। কিন্তু একটিও ম্যাচ পেল না যুবভারতী। এই বছর মহিলাদের অনুর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের বিস্তারিত সূচি জানিয়ে দিল ফিফা। ভারতের তিনটি শহরে খেলাগুলি হবে। ভুবনেশ্বর, গোয়া এবং নবি মুম্বই বিশ্বকাপের ম্যাচ হবে। কলকাতা কোনও খেলা পায়নি।

৭) ভারতবর্ষের প্রথম ক্রীড়া লাইব্রেরি হবে মোহনবাগানে। ক্লাব তাঁবুতে তৈরি করা হবে ক্রীড়া লাইব্রেরি। উদ্বোধনের দিন থেকে হবে তিন দিন হবে ক্রীড়া বইমেলা। বুধবার কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এ কথা জানিয়েছেন।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন

 

 

Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...
Exit mobile version