Tuesday, November 11, 2025

চোখরাঙাচ্ছে করোনা, ৪ মাস পর দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১২ হাজারের গণ্ডি পেরোল

Date:

হুড়মুড়িয়ে বাড়ছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। ফেব্রুয়ারি মাসের পর এই প্রথমবার দেশের দৈনিক আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২১৩ জন। চিকিৎসামহলে আশঙ্কা করছে তাহলে কী আবারও আসতে চলেছে চতুর্থ ঢেউ? সংক্রমণের হার বুধবারের তুলনায় ৩৮.৪ শতাংশ বেশি।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন ১১ জন।



আরও পড়ুন:স্নানযাত্রার পর অসুস্থ জগন্নাথ-বলরাম-সুভদ্রা, দিন কাটাচ্ছেন নিভৃতবাসে


বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২১৩ জন। যা কিনা গত প্রায় চারমাসের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে শুধু মুম্বইয়েই আক্রান্তের সংখ্যা ২২০০-র বেশি। মহারাষ্ট্রেই আক্রান্ত ৪ হাজারের বেশি। এছাড়াও রাজধানী, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও গুজরাতেও সংক্রমণের হার ঊর্দ্ধমুখী। দিল্লিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৩৭৫ জন। গত কয়েকদিনের তুলনায় পশ্চিমবঙ্গেও কোভিড সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে। বুধবার নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ২৩০ জন। তেলঙ্গানায় বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ২০৫।


পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৬৭ হাজার ৭১২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন মাত্র ৭ হাজার ৬২৪ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৬৫ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৫ কোটি ৬৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version