Thursday, August 21, 2025

চোখরাঙাচ্ছে করোনা, ৪ মাস পর দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১২ হাজারের গণ্ডি পেরোল

Date:

হুড়মুড়িয়ে বাড়ছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। ফেব্রুয়ারি মাসের পর এই প্রথমবার দেশের দৈনিক আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২১৩ জন। চিকিৎসামহলে আশঙ্কা করছে তাহলে কী আবারও আসতে চলেছে চতুর্থ ঢেউ? সংক্রমণের হার বুধবারের তুলনায় ৩৮.৪ শতাংশ বেশি।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন ১১ জন।



আরও পড়ুন:স্নানযাত্রার পর অসুস্থ জগন্নাথ-বলরাম-সুভদ্রা, দিন কাটাচ্ছেন নিভৃতবাসে


বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২১৩ জন। যা কিনা গত প্রায় চারমাসের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে শুধু মুম্বইয়েই আক্রান্তের সংখ্যা ২২০০-র বেশি। মহারাষ্ট্রেই আক্রান্ত ৪ হাজারের বেশি। এছাড়াও রাজধানী, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও গুজরাতেও সংক্রমণের হার ঊর্দ্ধমুখী। দিল্লিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৩৭৫ জন। গত কয়েকদিনের তুলনায় পশ্চিমবঙ্গেও কোভিড সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে। বুধবার নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ২৩০ জন। তেলঙ্গানায় বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ২০৫।


পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৬৭ হাজার ৭১২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন মাত্র ৭ হাজার ৬২৪ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৬৫ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৫ কোটি ৬৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version