Saturday, August 23, 2025

ফের ইডির তলব রাহুলকে, লোকসভার স্পিকারের কাছে পুলিশি জুলুমের অভিযোগ কংগ্রেসের

Date:

ফের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তলব করল ইডি। টানা তিনদিন ধরে মোট ৩০ ঘণ্টা জেরা করার পরে   আগামিকাল, শুক্রবার সকালে রাহুলকে চতুর্থবারের জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

এদিকে বৃহস্পতিবারই কংগ্রেস সাংসদরা দেখা করেছেন লোকসভার সাংসদ ও রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে। তাঁদের অভিযোগ রাহুলকে জেরার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপদস্থ করা হচ্ছে। রাহুলের সমর্থনে কংগ্রেসের নেতা-কর্মী-সমর্থকরা পথে নেমে প্রতিবাদ-বিক্ষোভ দেখাতে গেলে তাদের উপরে পুলিশ যারপরনাই হেনস্থা করছে।  কংগ্রেস নেতা শচীন পাইলট জানিয়েছেন, বুধবার পুলিশ কংগ্রেসের সদর দফতরে ঢুকে পড়েছিল। দলের প্রবীণ নেতৃত্ব, বিধায়ক, সাংসদ ও অফিস কর্মীদের উপরে নির্যাতন করা হয়েছে। এক মহিলা সাংসদের পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে। পুলিশকে এমন আচরণ করতে আগে দেখা যায়নি। তিনি আরো অভিযোগ করেছেন, বিজেপি এই ধরনের আচরণ করে বোঝাতে চাইছে ওদের কাজের বিরোধিতা করলেই ফল ভুগতে হবে।  বৃহস্পতিবারও দেশের একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস। রাহুলের জিজ্ঞাসাবাদ ঘিরে প্রতিবাদে উত্তাল কংগ্রেস। পাশাপাশি সত্যাগ্রহের পথেও হাঁটছে শতাব্দীপ্রাচীন এই দলটি।  সমর্থকদের দাবি তাঁরা রাহুল এবং সোনিয়ার পাশে সবসময় থাকবেন।

এদিকে  এই আবহেই আগামিকাল ফের রাহুলকে ডেকে পাঠাল ইডি।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version