Sunday, November 9, 2025

১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবি!দিল্লিতে দরবারে তৃণমূলের সাংসদরা

Date:

Share post:

বহুদিন থেকেই ১০০ দিনের টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। বকেয়া টাকার দাবিতে বারবার চিঠি দিয়েও লাভ হয়নি। এবার এই অভিযোগ নিয়ে আজ,বৃহস্পতিবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রকের মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে চলেছেন তৃণমূলের সাংসদরা।


আরও পড়ুন:দিলীপ-লকেট ছাড়া দিব্যি হয়ে গেল বিজেপির সভা

 

এদিন দুপুর ২টোয় কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করবেন তৃণমূলের ১০ জন সাংসদ। যার নেতৃত্বে থাকবেন লোকসভায় তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও প্রতিনিধি দলে থাকবেন, লোকসভার সাংসদ সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সাজদা আহমেদ, প্রতিমা মণ্ডল। এছাড়াও রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়, দোলা সেন, জহর সরকার, লুইজিনহো ফেলেইরোও এই দলে থাকবেন।


বাংলায় ১০০ দিনের কাজের জন্য বিপুল টাকা আটকে রেখেছে কেন্দ্র, যার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকল্পের কাজ। এমনই অভিযোগ তুলেছিল তৃণমূল সরকার। তাই আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁর দলের ১০ সাংসদ বৃহস্পতিবার দেখা করতে চলেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে। ১০০ দিনের কাজে বকেয়া টাকা চেয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবেদন জানাবেন তাঁরা।


প্রসঙ্গত, ১৫ দিনের মধ্যেই একশো দিনের মজুরি মিটিয়ে দেওয়ার কথা কেন্দ্রের। কিন্তু গত ডিসেম্বর থেকে রাজ্যের টাকা বকেয়া রয়েছে। সেই বকেয়ার পরিমাণ প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা। গতমাসেই বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। টাকা না মেটানো হলে প্রয়োজনে দিল্লিতে গিয়ে আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এবার সেই পথেই হাঁটতে চলেছেন মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...