Saturday, May 3, 2025

ত্রিপুরা উপনির্বাচন: ব্যর্থতার খতিয়ান তুলে বিজেপিকে জনতার চার্জশিট তৃণমূলের

Date:

আগামী ২৩ জুন ত্রিপুরার চারটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে উপনির্বাচন। তেইশের বিধানসভা নির্বাচনের আগে যা খুবই তাৎপর্যপূর্ণ। উপনির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে প্রবল চাপে শাসক দল বিজেপি। টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়ছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এখানে লড়াই বেশ কঠিন। যথেষ্ট চাপে রয়েছে বিজেপি। এই কেন্দ্র থেকে নয়া মুখ্যমন্ত্রী জিততে না পারলে মুখ পুড়বে গেরুয়া শিবিরের। তাই ভোটের আগে সন্ত্রাসকেই হাতিয়ার করেছে বিজেপি। অন্যদিকে, বিজেপি সরকারের সাড়ে চার বছরের অপশাসন, অনুন্নয়ন, জঙ্গলরাজের বিরুদ্ধে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছে বিকল্প শক্তি হিসেবে উঠে আসা তৃণমূল।


আরও পড়ুন:উপনির্বাচনের আগে ত্রিপুরায় বিজেপির বেলাগাম সন্ত্রাস, আক্রান্ত তৃণমূল পরিবার, ছাড় পেল না শিশুরাও

ত্রিপুরায় এসে উপনির্বাচনে প্রচারে ঝড় তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের ২০ তারিখ সুরমা ও যুবরাজ নগরে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন অভিষেক। তার আগে ত্রিপুরা প্রদেশ তৃণমূলের তরফে রাজ্য সরকারের ব্যর্থতার খতিয়ান তুলে বিজেপিকে “জনতার চার্জশিট” দিল ঘাসফুল শিবির। রাজ্য সভাপতি সুবল ভৌমিক এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এই চার্জশিট পেশ করেন। যেখানে টাউন বড়দোয়ালি ও ৬, আগরতলা বিধানসভা কেন্দ্রের মানুষের মতামতকে তুলে ধরা হয়েছে।


বিজেপির সাড়ে চার বছরের শাসনকালে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের অপশাসনের খতিয়ান তৈরি করেছে
টাউন বড়দোয়ালি ও ৬, আগরতলার সাধারণ মানুষ। তৃণমূলের পক্ষ থেকে একটি সমীক্ষা চালানো হয়েছিল। সেখানেই বর্তমান শাসন দল সম্পর্কে মানুষের মনোভাব ব্যক্ত করা হয়েছে। ঘাসফুল শিবিরের পক্ষ থেকে যাকে বলা হচ্ছে “জনতার অভিযোগ পত্র”।


টাউন বড়দোয়ালি ও ৬, আগরতলা কেন্দ্রের মানুষের সঙ্গে কথা বলার পর একটি বই আকারে সেই অভিযোগ পত্র প্রকাশ করা হয়েছে। যেখানে সামগ্রিক ভাবে রাজ্যের অবহেলিত স্বাস্থ্য পরিষেবা থেকে নাগরিক সুযোগ-সুবিধা, আইন-শৃঙ্খলার দুরবস্থা থেকে শুরু করে বেকারত্ব, অনুন্নয়নকে তুলে ধরা হয়েছে। উপনির্বাচনের আগে জনতার এই অভিযোগ পত্র ও চার্জশিটকে করে জোরকদমে প্রচারে নেমেছে তৃণমূল।


Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...
Exit mobile version