Friday, November 28, 2025

বিক্ষোভের আঁচে পুড়ছে দেশ, বিধানসভায় গান গাইলেন বিজেপি বিধায়ক

Date:

Share post:

বিধানসভায় গান গাইলেন বিজেপি বিধায়ক(BJP MLA),সুরের তালে দিলেন সম্প্রীতির বার্তা। খবরের শিরোনামে হরিণঘাটার (Haringhata) বিজেপি বিধায়ক অসীম সরকার (Ashim Sarkar)। সাম্প্রতিক সময়ে অশান্তির বাতাবরণে সর্ব ধর্ম সমন্বয়ের গান গেয়ে বিধানসভা (Assembly)মাতালেন তিনি।

“ধর্মে হিংসা মিশিয়ে, কেন বিশ্ব দিচ্ছ বিষিয়ে?”- গানে গানে ঠিক এই প্রশ্নই তুললেন বিজেপি বিধায়ক অসীম সরকার (Ashim Sarkar)। বিজেপি সরকারের সেনা বাহিনীতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই দফায় দফায় বিক্ষোভ আর অবরোধের জেরে কার্যত বিপাকে মোদি সরকার। বনগাঁ থেকে বিহার সর্বত্র দানা বাঁধছে অসন্তোষ। একের পর এক ট্রেনে আগুন, ভস্মীভূত গাড়ি অবরুদ্ধ জাতীয় সড়ক। অগ্নিপথের জেরে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরেও বিক্ষোভ সংগঠিত হয়েছিল। সাম্প্রতিক সময়ের এই দুই বড় ঘটনায় কাঠগড়ায় বিজেপি (BJP)। এই অবস্থায় বিধানসভার অন্দরে বিজেপি বিধায়কের গানে গানে বার্তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। “খ্রিস্ট-হিন্দু-মুসলমান/ সবার মাঝে একই প্রাণ/ মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে যেও না/ মানুষের প্রাণে তুমি ব্যথা দিও না”- এই কথায় সুর দিয়ে শুক্রবার বিধানসভার মধ্যেই গান গাইলেন হরিণঘাটার (Haringhata) বিজেপি বিধায়ক অসীম সরকার। তিনি বাউল গান করেন, এর আগেও সমসাময়িক ইস্যুতে গান বেঁধে তিনি বহুবার বিতর্কের জড়িয়েছেন। ফের গান গাইলেন, অশান্তির আবহে সকলকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে সহিষ্ণুতার বার্তা দিলেন বিধায়ক। তবে এহেন কাণ্ড ঘটাবার পর যেমন হাততালি কুড়োলেন, তেমনই নানা মন্তব্যও শুনতে হল তাঁকে। গান গাওয়ার আগে তিনি বলেন, “জন্মের সময় কারও কোনও ধর্ম থাকে না। আমি মানব ধর্মে বিশ্বাসী।” এরপরই গান ধরেন, “মানুষের প্রাণে ব্যথা দিও না।” এই ঘটনার পরেই রাজনৈতিক মহল মনে করছে, নিজের দলের বিধায়কের এমন গানে নিঃসন্দেহে অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরের।



spot_img

Related articles

সুকুমার সৃষ্টিসমূহের উপর কেন্দ্রীয় প্রচারের স্পটলাইট, হুঁকোমুখো হ্যাংলা- কুমড়োপটাশদের নিয়ে প্রকাশিত পোস্টকার্ড

বাস্তবে তারা থাক বা না থাক, কিন্তু সুকুমার সাহিত্যে তাদের অবাধ বিচরণ। 'ট্যাঁশ গরু' কিংবা 'কুমড়োপটাশ'দের চেনে না...

হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে, দুষ্কৃতীর সন্ধানে চলছে তল্লাশি

প্রকাশ্যে হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ (CC Camera Footage)। হাওড়ার (Howrah) বালিতে তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল...

ঘরের মাঠেই শুরু হরমনপ্রীতদের টি২০ বিশ্বকাপের প্রস্তুতি, প্রতিপক্ষ কারা?

বিশ্বকাপ জয়ের রেশ কাটিয়ে মাঠে  নামছে ভারতীয় মহিলা(India women) দল। একদিনের বিশ্বকাপ জয়ে পর এবার মিশন টি২০-র খেতাব।...

নিজেদের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখলেন সিদ্ধার্থ-কিয়ারা, শেয়ার করলেন প্রথম ঝলক

চলতি বছরই বাবা-মা হয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) ও কিয়ারা আডবানি (Kiara Advani)। মেয়ের জন্মের পর থেকেই তাকে...