Thursday, November 13, 2025

Monkeypox: শারীরিক মিলনেই বাড়ছে ঝুঁকি, মাঙ্কি পক্স নিয়ে নয়া গাইডলাইন

Date:

Share post:

হু হু করে ছড়াচ্ছে মাঙ্কি ভাইরাস (Monkey virus)। ইউরোপের পর আমেরিকাতেও (America) থাবা বসাচ্ছে মাঙ্কি পক্স। চিন্তা বাড়ছে বিশেষজ্ঞদের, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)এই ভাইরাসের নতুন করে নামকরণ করতে চলেছে। চিকিৎসকেরা বলছেন শারীরিক ঘনিষ্ঠতা থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকেই যাচ্ছে। তাই এবার এক গুচ্ছ নয়া নির্দেশিকা জারি করতে চলেছে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (Centers for Disease Control and Prevention)।

উল্লেখ্য গত ৭ মে ব্রিটেনে প্রথম ধরা পড়ার পর থেকে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে গিয়েছে এই ভাইরাস। প্রতি মুহূর্তে এই বিষয় নিয়ে পর্যালোচনা করছেন হু -এর বিশেষজ্ঞরা। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (CDCP)-এর তরফ থেকে বলা হয় শারীরিক মিলন থেকে আপাতত বিরত থাকাই শ্রেয়। এই বিষয়ে প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নেওয়া জেতে পারে। সার্ভে রিপোর্ট বলছে এখনও পর্যন্ত যাঁদের ক্ষেত্রে এই সংক্রমণ দেখা গেছে তাঁরা সাম্প্রতিক কালে একাধিক বার সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হয়েছেন। তাই এই মুহূর্তে সংক্রমণ রুখতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ভারতেও সাবধানতায় ফাঁক রাখতে চায় না কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বিশেষজ্ঞরা বলছেন মাঙ্কি পক্সে আক্রান্ত হওয়ার সাধারণত ৬ থেকে ১৩ দিনের মধ্যে, ক্ষেত্রবিশেষে ৫ থেকে ২১ দিনের মধ্যে প্রথম লক্ষণ প্রকাশ পায়। এতে কাঁপুনি দিয়ে জ্বর, মাথাব্যথা, মাংসপেশি ব্যথা, পিঠে ব্যথা, অবসাদ এবং দুর্বলতা দেখা যায়।এই ভাইরাস যেমন প্রাণী থেকে মানব দেহে ছড়ায়, তেমনই মানুষের থেকে অন্য জনের মধ্যেও ছড়াতে পারে। কারও জ্বর, হাতে-পায়ে জলভরা ফুসকুড়ি, চামড়া খসখসে হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে খোঁজ নিতে হবে, শেষ ২১ দিনের মধ্যে ওই ব্যক্তি যে-সব দেশে মাঙ্কি পক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সেখান থেকে এসেছেন কি না।



spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...