Monday, August 25, 2025

রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম থেকে গুজরাত সংঘর্ষ বাদ দিল এনসিইআরটি

Date:

ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং  অর্থাৎ এনসিইআরটি  দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম থেকে গুজরাত সংঘর্ষর বিষয়বস্তু বাদ দিয়েছে । এর পাশাপাশি নকশাল আন্দোলনের ইতিহাস ও জরুরি অবস্থা বিতর্কও ওই পাঠ্যক্রম থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনসিইআরটি জারি করা একটি নোট অনুসারে, গুজরাত সংঘর্ষের উপর ভিত্তি করে লেখা  ১৮৭-১৮৯ পৃষ্ঠাগুলি বই থেকে মুছে ফেলা হয়েছে।  পাঠ্যটিতে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির বক্তব্যও অন্তর্ভুক্ত ছিল। যেখানে তিনি গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজ ধর্ম অনুসরণ করার পরামর্শ দিয়েছিলেন।এনসিইআরটি তার নোটে বলেছে যে এই বিষয়গুলি অন্যান্য পাঠ্যসূচিতেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে এই পাঠটি ওভারল্যাপ করা হয়েছে। যা অপ্রাসঙ্গিক। এছাড়াও করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের সিলেবাসের বোঝা কমানো প্রয়োজন। জাতীয় শিক্ষানীতি-২০২০-তেও এর ওপর জোর দেওয়া হয়েছে। তাই এনসিইআরটি সমস্ত বই যৌক্তিক করার সিদ্ধান্ত নিয়েছে। গুজরাত  সংঘর্ষ ছাড়াও, বইয়ের পাঠ্য থেকে নকশাল আন্দোলনের ইতিহাস , যা ১০৫ নম্বর পৃষ্ঠায় ছিল এবং জরুরি অবস্থার সময়(১৯৭৫-৭৭) বিতর্কের পাঠ্যটি, যা ১১৩-১১৭ নম্বর পৃষ্ঠায় ছিল, তাও মুছে ফেলা হয়েছে। সরকারের বিরুদ্ধেও অনেক গুরুতর অভিযোগ ছিল। অনেক মামলাও নথিভুক্ত হয়েছে এবং তদন্তও হয়েছে। তবে এসব মামলায় ক্লিনচিট পেয়েছেন মোদি। ওই সংঘর্ষের ঘটনায় ৭৯০ জন মুসলমান ও ২৫৪ জন হিন্দু মারা যায়।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version