বিক্ষোভের মধ্যেই পরীক্ষার প্রস্তুতির আহ্বান রাজনাথের, প্রকাশিত হল অগ্নিপথের প্রশিক্ষণ-তারিখ

অগ্নিপথ নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি দেশজুড়ে। অর তারই মধ্যে কেন্দ্রীয় প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিং দেশের যুবসমাজকে উদ্দেশ্য করে বললেন, পরীক্ষার জন্য প্রস্তুত হতে। রাজনাথের মতে এটাই তাদের জন্য সুবর্ণ সুযোগ। এখন তাদের নজর যেন শুধুই পরীক্ষার দিকেই থাকে।  অন্য কোনো দিকে নয়। আর এরই মধ্যে  অগ্নিপথে যোগদানকারী অগ্নিবীরদের  প্রশিক্ষণ-পর্ব কবে থেকে শুরু হবে তা জানিয়ে দেওয়া হল। সেনাবাহিনীর  তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।  চলতি বছরের ডিসেম্বর মাসে প্রশিক্ষণ শুরু হবে। চাকরি শুরু হবে আগামী বছরের মাঝামাঝি সময়ে। এ কথা জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান মনোজ পাণ্ডে। সেনাপ্রধান আরও জানিয়েছেন, খুব  শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। আগামী দু’দিনের মধ্যে ‘joinindianarmy.nic.in’-সাইটে বিজ্ঞপ্তি জারি করা হবে।

 

Previous articleঅগ্নিপথ: ব্যাহত রেল পরিষেবা, একাধিক ট্রেন বাতিল করল পূর্ব-মধ্য রেল
Next articleরাজনীতির বাইরে সৌজন্য: মোদিকে বাংলার বিখ্যাত আম পাঠালেন মমতা