ফের বড় ধাক্কা খেলো শেয়ারবাজার, ১৩৫ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৫১,৩৬০.৪২ (⬇️ -০.২৬%)

🔹নিফটি ১৫,২৯৩.৫০ (⬇️ -০.৪৪%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে যুদ্ধ পরিস্থিতিতে গুরুতর রক্তক্ষরণের পর মাঝে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও লাগাতার ধাক্কা খাচ্ছে বাজার। শুক্রবার ফের নিম্নমুখী হলো সেনসেক্সের সূচক। এদিন এক ধাক্কায় ১৩৫ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি নেমেছে ৬৭ পয়েন্ট। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১৩৫.৩৭ পয়েন্ট বা -০.২৬ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫১,৩৬০.৪২। এনএসই নিফটি (NSE Nifty) -৬৭.১০ পয়েন্ট বা -০.৪৪ শতাংশ নেমে হয়েছে ১৫,২৯৩.৫০।


Previous articleপ্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই সিট,  নির্দেশ হাইকোর্টের
Next articleSathiyan Gnanasekaran: দুরন্ত সাতিয়ান, হারিয়ে দিলেন বিশ্বের ৬ নম্বর খেলোয়াড়কে