Saturday, August 23, 2025

ত্রিপুরা সুরমা কাণ্ডের মাস্টারমাইন্ড বিজেপি নেতা বলাই মালাকার গ্রেফতার

Date:

তৃণমূলের চাপের কাছে নতিস্বীকার। অবশেষে গ্রেফতার ত্রিপুরা সুরমা কাণ্ডের মাস্টারমাইন্ড বিজেপি নেতা বলাই মালাকার গ্রেফতার। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে কচুছড়া থানার পুলিশ। বিজেপি আশ্রিত দুষ্কৃতী বলাই মালাকার-সহ অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে গতকাল, বৃহস্পতিবার ধলাইয়ের পুলিশ সুপার রমেশ যাদবের কাছে ডেপুটেশন দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। অন্যথায় বৃহত্তর আন্দোলন ও প্রতিবাদের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছিল ঘাসফুল শিবিরের নেতারা। অন্যদিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিল্লিতে নির্বাচন কমিশনকেও নালিশ জানিয়ে ছিলেন তৃণমূলের ৬ সদস্যের সাংসদ প্রতিনিধি দল। এরপর কার্যত চাপে পড়ে বিজেপি নেতা বলাই মালাকারকে গ্রেফতার করে পুলিশ। বলাই বিজেপির সুরমা মন্ডলের বিজেপির কিষাণ মোর্চার সহ-সভাপতি।

প্রসঙ্গত, গত বুধবার ত্রিপুরার ধলাই জেলার সুরমা বিধানসভা কেন্দ্রের প্রায় ৭০ টি পরিবারের সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাদের মধ্যে ছিল মালাকার পরিবারের চার সদস্য। সেই আক্রোশে ওই দিন গভীর রাতে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বলাই মালাকারের নেতৃত্বে একদল দুষ্কৃতী তৃণমূল কংগ্রেসে যোগদানকারী ব্রজভল্লব মালাকার (৫০) ও তাঁর ৩০ বছরের ছেলে দীপক মালাকারের উপর নৃশংস আক্রমণ চালায়। দীপকের আট বছরের ছেলে তাপস মালাকারকেও রেহাই দেয়নি তারা। ওই রাতেই আক্রান্তদের কলাই হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে সংকটজনক ব্রজভল্লব মালাকার। প্রত্যেকে এখনও চিকিৎসাধীন।

বিরোধী দলের নিরীহ কর্মী-সমর্থকদের উপর এই হামলার ঘটনা ঘিরে উত্তাল ত্রিপুরার রাজ্য-রাজনীতি। তৃণমূলের অভিযোগ, ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহার মুখে সন্ত্রাসমুক্ত, অবাধ ও সুষ্ঠ নির্বাচনের কথা বলছেন। কিন্তু উপনির্বাচনের আগে রোজই বিরোধীদের উপর সংঘঠিত আক্রমণ চালাচ্ছে শাসক দলের মদতপুষ্ট গুন্ডারা। আসলে এ যেন নতুন বোতলে পুরনো মদ। মুখ্যমন্ত্রী পদে বিপ্লবকে সরিয়ে মানিককে আনা হলেও, বিজেপির চরিত্র বদলায়নি।

এদিকে, উপনির্বাচনের আগে রাজ্যজুড়ে বেলাগাম সন্ত্রাস নিয়ে তৃণমূলের অভিযোগের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, আসন্ন চার বিধানসভার উপনির্বাচনে ৬ কোম্পানি আধা সামরিক বাহিনী পাঠানো হবে। প্রতি বুথে হবে ওয়েব কাস্টিং। দিল্লি থেকেও নজরদারি চলবে।


Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version