Saturday, August 23, 2025

রাজ্যে দুর্নীতি খুঁজতে এবার ময়দানে বিজেপি, দিলীপ দিলেন ইমেল আইডি

Date:

রাজ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত জোর কদমে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। তবে সিবিআইয়ের পাশাপাশি এবার রাজ্যে দুর্নীতির তদন্তে ময়দানে নামল বিজেপি(BJP)। টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন এমন কারও সন্ধান থাকলে তা তাঁকে জানানোর আবেদন জানালেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। সম্প্রতি দিলীপের এই সংক্রান্ত একটি টুইট প্রকাশ্যে আসার পর শোরগোল শুরু হয়েছে। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে দিলীপ ঘোষ জানান, কারও কাছে যদি অর্থের বিনিময়ে চাকরি পাওয়ার কোনও তথ্য থাকে, তাহলে সেই তথ্য তাঁকে ইমেল করে পাঠানো হোক।

২০১৪ সালের টেট দুর্নীতি মামলায় তোলপাড় গোটা রাজ্য। অন্যায়ভাবে চাকরি পাওয়ার অভিযোগে ২৬৯ জনের চাকরি গিয়েছে। আদালতের নির্দেশে ইতিমধ্যেই মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা সহ চাকরি গিয়েছে অনেকের। আর এই ইস্যুতে রাজ্যসরকারকে চাপে ফেলতে কোমর বেধে ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতেই আদালতের নির্দেশে প্রাথমিক স্কুলে চাকরি খোয়ানো খড়গপুরের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপূর্ব ঘোষের স্ত্রী রিঙ্কু ঘোষের উদাহরণ তুলে এদিন টুইটারে দিলীপ ঘোষ লেখেন, “আপনাদের কাছে যদি এমন তথ্য থাকে যাঁরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন এবং দিব্যি চাকরি করছেন তাহলে সেই তথ্য জানান ইমেল করে।” নিজের টুইটের সঙ্গে এদিন নিজের ইমেল আইডিও দিয়ে দেন দিলীপ। জানান, এমন কোনও সন্ধান থাকলে dilipghosh64@gmail.com এই আইডিতে যেন ইমেল করা হয়।


Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version