Wednesday, August 27, 2025

Mumbai Ranji Trophy: যশস্বী’র ব‍্যাটে ভর করে রঞ্জিট্রফির ফাইনালে মুম্বই

Date:

গত পাঁচ বছরের খরা কাটালো মুম্বই (Mumbai)। রঞ্জিট্রফির (RanjiTrophy) সেমিফাইনালে উত্তরপ্রদেশের (UttarPradesh) বিরুদ্ধে প্রথম ইনিংস লিড নেওয়ায় সুবাদে ফাইনালে উঠল পৃথ্বী শা’-এর দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ মধ্যপ্রদেশ। সেমিফাইনালে বাংলাকে হারিয়ে ফাইনালে উঠেছে মধ্যপ্রদেশ। যশস্বী জসওয়ালের দুই ইনিংসে শতরান এবং আরমন জাফরের দরুন্ত ব‍্যাটিং-এ ভর করে ফাইনালে উঠল পৃথ্বী শা’রা।

রঞ্জির সেমিফাইনালে উত্তরপ্রদেশকে দাঁড়াতে দেয়নি মুম্বই। ব্যাটিং, বোলিং সব বিভাগে উত্তরপ্রদেশকে টেক্কা দেয় পৃথ্বীরা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৯৩ রান করে মুম্বই। অধিনায়ক পৃথ্বী শূন্য রানে ফিরলেও শতরান করেন অপর ওপেনার যশস্বী ও উইকেটরক্ষক হার্দিক তামোরে। অর্ধশতরান করেন শামস মুলানি। জবাবে ব‍্যাট করতে নেমে ১৮০ রানেই গুটিয়ে যায় উত্তরপ্রদেশের ইনিংস। যার ফলে প্রথম ইনিংসে ২১৩ রানের লিড পায় মুম্বই।

২১৩ রানের বিশাল ব্যবধানে এগিয়ে থেকেও মুম্বই উত্তরপ্রদেশকে ফলো-অন করায়নি। পরিবর্তে নিজেরাই ব‍্যাট করতে নামে দ্বিতীয় ইনিংসে। মুম্বই দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে হারিয়ে ৫৩৩ রান তোলার পরে ম্যাচ ড্র হয়ে যায়। মুম্বইয়ের হাতে তখন লিড ছিল ৭৪৬ রানের। দ্বিতীয় ইনিংসে পৃথ্বী করেন ৬৪ রান। যশস্বী জসওয়াল করেন ১৮১ রান। আরমান জাফর করেন ১২৭ রান। সরফরাজ খান ৫৯ রানে থাকেন অপরাজিত। শামস মুলানি অপরাজিত ৫১ রান করেন। দুই ইনিংসেই সেঞ্চুরি করে ম্যাচের সেরা হয়েছেন যশস্বী।

২২ জুন রঞ্জিট্রফির ফাইনাল। ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে মাঠে নামবে মুম্বই।

আরও পড়ুন:India Team: ইংল‍্যান্ড পৌঁছে অনুশীলনে নেমে পড়লেন বিরাট-বুমরাহরা

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version