Tuesday, November 4, 2025

Pavlov Hospital: বিল নিয়ে অসঙ্গতি, স্বাস্থ্য দফতরের কড়া নজরদারিতে অস্বস্তিতে পাভলভ

Date:

ফের কাঠগড়ায় পাভলভ মানসিক হাসপাতাল (Pavlov Mental Hospital)। অন্ধকার, স্যাঁতস্যাতে, নোংরা ঘরে ১৩ জন মানসিক রোগীকে তালাবন্দি করে রাখার খবর সামনে আসে। স্বাস্থ্য দফতরের( Health Department of West Bengal) এই রিপোর্টে রোগীদের শরীরে ক্ষতচিহ্ন মিলেছে বলে জানান হয়। এরপরই ফের কাঠগড়ায় ওঠে পাভলভ হাসপাতাল (Pavlov Mental Hospital)। ইতিমধ্যেই হাসপাতালের সুপারকে শোকজ করেছে স্বাস্থ্য দফতর।কিন্তু তবুও বিতর্ক থামে নি। পাভলভের বিরুদ্ধে আরও দুর্নীতির অভিযোগ এবার প্রকাশ্যে। আবাসিকদের খরচের বিল নিয়ে এবার অসঙ্গতি খুঁজে পেল স্বাস্থ্য দফতর। ঠিকাদারের (contractor) সঙ্গে বিভাগীয় প্রধানের আঁতাতের অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল, রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে পরিদর্শনের পরেই সামনে এসেছে চরম অব্যবস্থার ছবি। তারপরেই একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে কলকাতার পাভলভ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবার আরও বড় দুর্নীতির অভিযোগ পাভলভ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, হাসপাতালে যে আবাসিকরা রয়েছেন তাঁদের জন্য যা খরচ করা হয়েছে তাতে কোনওরকম নজরদারিই নেই। নজরদারি ছাড়াই বরাদ্দ হয়ে গিয়েছে । অভিযোগ,ঠিকাদারের সঙ্গে বিভাগীয় প্রধানের আঁতাতের জেরে ১৫ লক্ষ টাকার বিল পাশ হয়েছে। স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ করা হয়েছে,বছরে ১ কোটি টাকার বেশি বরাদ্দ হয় আবাসিকদের পোশাকের জন্য। তবু ছেঁড়া পোশাক পরিয়ে রাখা হয় আবাসিক রোগীদের। হাসপাতালের (Hospital)আউটডোরের অবস্থাও দুর্বিষহ বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। এসবের মাঝেই নয়া কাণ্ড। পাভলভ মানসিক হাসপাতালে (Pavlov Hospital)গাছে উঠে পড়লেন রোগী। তার জেরে তুমুল টানাপোড়েন শুরু হল ভরদুপুরে। ওই রোগীকে নামাতে হিমশিম খেলেন হাসপাতালের কর্মীরা। নিরুপায় হয়ে ডাকতে হল দমকলকে। শেষমেশ আধ ঘণ্টার চেষ্টায় নামানো সম্ভব হল ওই রোগীকে। স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের নজর এড়িয়ে কীভাবে ওই রোগী গাছে উঠে পড়লেন? এই ঘটনায় পাভলভে রোগীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে নতুন করে।



Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version