Tuesday, August 26, 2025

অগ্নিপথ নিয়ে বিক্ষোভ-প্রতিবাদে দেশ উত্তাল হলেও প্রকল্প কোনও ভাবেই প্রত্যাহার করা হবে না। রবিবার এই সিদ্ধান্তের কথা স্পষ্ট করল কেন্দ্র। সেনাবাহিনীতে চার বছরের চুক্তির ভিত্তিতে সেনা নিয়োগের প্রকল্প অগ্নিপথ চালু করার কথা গত সপ্তাহেই ঘোষণা করেছেন রাজনাথ। আর তার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তের তরুণ এবং ছাত্ররা লাগাতার বিক্ষোভ এবং আন্দোলন শুরু করেছেন।  এদিন সকালেই সেনাবাহিনীর তিন প্রধানের সঙ্গে একান্তে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানেই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে অগ্নিপথ নিয়ে কোনো বিরোধিতাই বরদাস্ত করা হবে না।  প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, সরকারি চাকরির ক্ষেত্রে অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়ার যে ঘোষণা করছে বিভিন্ন মন্ত্রক এবং কেন্দ্রের দফতর, তা পূর্ব-পরিকল্পিতই ছিল। বিরোধিতা প্রশমনের জন্য তা করা হয়নি।

মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, শৃঙ্খলা হল ভারতীয় সেনার ভিত্তি। সেখানে হিংসার কোনও জায়গা নেই। প্রত্যেককে একটি শংসাপত্র দিতে হবে যে তাঁরা কোনও বিক্ষোভ বা ভাঙচুরের সঙ্গে যুক্ত ছিলেন না। ১০০ শতাংশ প্রার্থীর পুলিশি যাচাই প্রক্রিয়া হবে। সেটা ছাড়া কেউ সামরিক বাহিনীতে যোগ দিতে পারবেন না। যদি তাঁদের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের হয়ে থাকে, তাহলে সামরিক বাহিনীতে যোগ দিতে পারবেন না। আবেদনপত্রে লিখতে হবে যে তাঁরা হিংসায় যুক্ত ছিলেন না।

 

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version