Thursday, December 25, 2025

কংগ্রেসের সত্যাগ্রহ, শান্তি বজায় রেখে প্রতিবাদ চালিয়ে যাওয়ার বার্তা প্রিয়াঙ্কার

Date:

Share post:

‘অগ্নিপথ’ (Agnipath) প্রকল্পে নিয়োগের প্রতিবাদে চারদিন ধরে প্রবল বিক্ষোভ চলছে গোটা দেশ জুড়ে।বিহার, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ (Madhya Pradesh), উত্তরপ্রদেশও (Uttar Pradesh) বিক্ষোভকারীরা তাণ্ডব চালিয়েছে। ধীরে ধীরে দেশের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়ছে হিংসাত্মক আন্দোলন৷ পুড়ছে ট্রেন, বাস, গাড়ি৷ ইতিমধ্যেই রেল জানিয়েছে, তাদের সম্পত্তি নষ্ট হয়েছে ৭০০ কোটিরও বেশি। এই পরিস্থিতিতে এই প্রকল্পের প্রতিবাদে পথে নেমেছে বিরোধীরাও।

আরও পড়ুন- ফের বিজেপির অন্দরে ক্ষোভ, অনুগামীদের ‘চুপচাপ বসে’ যাওয়ার নির্দেশ দুধকুমারের!

কংগ্রেসের দাবি, এই প্রকল্প প্রত্যাহার করে নিক কেন্দ্র। রবিবার থেকে যন্তর মন্তরে সত্যাগ্রহ শুরু করেছে কংগ্রেস। অগ্নিপথের বিরোধিতায় শামিল হয়েছেন শচীন পাইলটের মতো প্রথম সারির কংগ্রেস নেতৃত্ব৷ সেই বিক্ষোভে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। তার বার্তা, শান্তি বজায় রাখ, কিন্তু প্রতিবাদ থামিও না৷ প্রিয়াঙ্কা বলেন, এই প্রকল্প যুব সমাজের ধ্বংসের কারণ হয়ে উঠবে শীঘ্রই৷ তাই প্রতিবাদ বন্ধ কোরো না৷ তবে কোনও ভাবেই তিনি হিংসাকে সমর্থন করেননি৷
রাহুল গান্ধী সাফ বলেছেন,কৃষি আইনের মতোই অগ্নিপথ প্রকল্পও ফিরিয়ে নিতে বাধ্য হবে মোদি সরকার৷ ফের একবার দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ অগ্নিপথ নিয়ে বিক্ষোভে জ্বলছে বিহার, উত্তর প্রদেশের মতো রাজ্য৷ রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, আট বছর ধরে বার বার বিজেপি সরকার জয় জওয়ান, জয় কিষানের মূল্যবোধকে অপমান করেছে৷ আমি অনেক আগেই বলেছিলাম, প্রধানমন্ত্রীজি-কে কৃষি আইন প্রত্যাহার করতে হবে৷ অগ্নিপথ প্রকল্পে যাঁরা যোগ দেবেন তাঁদেরকে অগ্নিবীর তকমা দেবে কেন্দ্র৷ কটাক্ষের করে রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, ‘কৃষি আইনের মতো ঠিক একই ভাবে প্রধানমন্ত্রীকে ‘মাফিবীর’ হয়ে দেশের যুবসমাজের কথা মানতে হবে এবং অগ্নিপথ ফেরত নিতে হবে৷”

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...