Tuesday, November 4, 2025

ত্রিপুরায় প্রচারে গিয়ে বিপ্লব দেবকে মূর্খ-গুন্ডা বলে কটাক্ষ সৌগতর

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস,আগরতলা : ত্রিপুরা উপনির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারে এসে রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে মূর্খ-গুন্ডা বলে কটাক্ষ তৃণমূল করলেন সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “এই বিপ্লব দেবকে আমি অনেক আগে থেকে চিনি। বিপ্লব গণেশ সিংয়ের ফরমাস খাটতো। ও গণেশের টাকা তুলতো। আর পার্লামেন্ট জিম ট্রেনার ছিল অনেকের। বেশি ব্যায়াম করে মাথা মোটা হয়ে যায়। তাই বিপ্লব দেবের মাথাও মোটা। একটা গুন্ডা ছিল। এই মূর্খ বলতো ৫ হাজার বছর আগে নাকি ইন্টারনেট ছিল। আর তাকেই দেখলাম হঠাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রী করে দিয়েছে বিজেপি। আবার চেয়ারও কেড়ে নেওয়া হয়েছে এখন।”

এদিন ৬, আগরতলা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পান্না দেবের সমর্থনে একটি সভা থেকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন সৌগত রায়। বিজেপি প্রার্থীকে নিয়ে তিনি বলেন,
“শুনেছি আগরতলার বিজেপি প্রার্থী ডাক্তার। কোনওদিন রাজনীতি করেননি। উনি জিতলে নিজে থেকে কোনও কাজ করতে পারবে না। আমাদের প্রার্থী পান্না দেব আগে কাউন্সিলর ছিলেন। ভাল কাজ করেছেন। ওনাকে জয়ী করুন। বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে লড়াই চলছে। মোদি হঠকারী সিদ্ধান্ত নেয়। নোটবন্দি করে। বায়ুদোষে কুপিত। পেট ঠিক হচ্ছে না। এখন অগ্নিপথ করেছে। গোটা দেশে ট্রেন জ্বলছে। আগুন জ্বলছে মোদির জন্য। তাই আপনারা ত্রিপুরায় বিজেপিকে হারিয়ে দিন। ধর্মের উপর ভিত্তি করে ওরা রাজনীতি করে। এই বিজেপিকে হারিয়ে দিন। বিজেপি পাগলের দল। ওদের ত্রিপুরা থেকে হটিয়ে দিন। আমরা আগরতলার চেহারা বদলে দেব। বিপ্লব আর তার বন্ধুরা কেন্দ্রের টাকা মেরে দিয়েছে। আর এখানে গুন্ডামি করছে। আরে বাবা, সিপিএমকে মতো বড় গুণ্ডাদের বাংলা থেকে হটিয়ে দিয়েছি। আর বিজেপি তো সেখানে বাচ্ছা ছেলে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল কংগ্রেস না করতেন, তাহলে এখনও পশ্চিমবঙ্গে সিপিএম শাসন করতো।”

সুরমার গেরুয়া সন্ত্রাসের প্রসঙ্গ তুলে এদিন সৌগত রায় বলেন, “সুরমায় আমাদের কর্মী-সমর্থকদের উপর নির্মম আক্রমণ হয়েছে। আমরা তখন দিল্লিতে। আভিষেকের নির্দেশে দিল্লির জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে গোটা ঘটনা জানিয়ে অভিযোগ করি। আমরা জানতে চাই, ত্রিপুরায় কী এভাবেই সন্ত্রাস চলবে? মুখ্য নির্বাচন কমিশন রাজীব কুমার আমাদের বলেন, এবার কিছু হলে সরাসরি তাঁকে ফোন করতে। তাই বিজেপির গুন্ডারা শুনে রাখুন। ভোট পর্যন্ত গন্ডগোল করলে কেন্দ্রীয় বাহিনী আপনাদের পেটাবে। আপনাদের নেতারাও কিন্তু বাঁচাতে পারবে না।”

ত্রিপুরায় দাঁড়িয়ে কংগ্রেস ও বামেদেরকেও আক্রমণ করেন সৌগত রায়। তাঁর কথায়, “আগরতলার কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মনের বাবাকেও চিনতাম। সমীর বর্মন। সুদীপ আমার সঙ্গে বাংলাদেশ গিয়েছিল। ও খুব মানসিক অবসাদে ছিল।
আমি বললাম তৃণমূলে এসো। কিন্তু ও চলে গেল কংগ্রেসে। কংগ্রেস গোটা দেশজুড়ে অপ্রাসঙ্গিক। রাহুল গান্ধীকে ইডি জিজ্ঞাসাবাদ করছে। আমরা তার বিরুদ্ধে। ওদের নেতা শুধু দিল্লিতেই সীমাবদ্ধ। তাই কংগ্রেস আপনাদের ত্রিপুরায় রক্ষা করতে পারবে না। রক্ষা করতে পারবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক। আবার সিপিএমের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ফুস হয়ে গিয়েছেন। বিরাট নেতা পলিটব্যুরোর। ১০৩২৩ জন শিক্ষকে চাকরি খেয়েছেন মানিক সরকার বামেরা তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তারপর বিজেপিও বিশ্বাস ঘাতকতা করল।”

আরও পড়ুন:হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার প্রাক্তন হাবিলদার, পুলিশের নজরে একাধিক সেনা কোচিং সেন্টার

 

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...