Thursday, August 28, 2025

বিজেপি অফিসে নিরাপত্তারক্ষী! ‘অগ্নিবীর’দের নিয়ে চূড়ান্ত অপমানজনক মন্তব্য বিজয়বর্গীয়র, নিন্দার ঝড় সবমহলে

Date:

‘অগ্নিবীর’ প্রকল্পের মাধ্যমে দেশের যুব সমাজকে অনিশ্চিয়তা মধ্যে ফেল দিয়েছে মোদি সরকার। এবার সেই ‘অগ্নিবীর’দের সম্পর্কে চূড়ান্ত অপমানজনক মন্তব্য করলেন বিজেপির (BJP) সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargya)। চার বছর কাজের পরে কোথায় যাবেন ‘অগ্নিবীর’রা? এই অনিশ্চিয়তাতেই রাতে ঘুম উড়েছে তাঁদের। অথচ এই বিষয় নিয়ে অবমাননাকর মন্তব্য করলেন বিজেপি নেতা। বলেন, “যখন সে সেনা থেকে বেরবে, তখন তার হাতে ১২ লাখ টাকা হবে। বুকে অগ্নিবীরের তকমা লাগিয়ে সে ঘুরতে পারবে। যে কোনও অফিসে… যদি এই বিজেপির অফিসেই আমাকে নিরাপত্তারক্ষী নিয়োগ করতে হয়, তাহলে আমি অগ্নিবীরকে অগ্রাধিকার দেব। আপনাদেরও নিরাপত্তা রক্ষী নিয়োগ করতে হলে তাদের অগ্রাধিকার দিতে পারেন।“
অর্থাৎ দেশের সেনা জওয়ান হিসেবে প্রাণের বাজি রেখে যুদ্ধ ক্ষেত্রে লড়াই করার পুরস্কার বিজেপি-র পার্টি অফিসে নিরাপক্ষী! কোনও কাজই ছোট নয়। কিন্তু একজন তরুণ, সেনা প্রশিক্ষণ নিয়ে সেনাবাহিনীতে কাজ করার পরে রাজনৈতিকদলের অনুগ্রহে কেন চাকরি করবে? অর্থাৎ বিজেপি নেতারা নিজেরাও বুঝছেন, যে ‘অগ্নিবীর’ (Agnibir)দের পরবর্তী ক্ষেত্রে কর্মসংস্থানে সমস্যা হবে। সেই কারণেই কি আগেভাগে একটি চাকরির ‘টোপ’ দেওয়া হল!

আরও পড়ুন- প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে আজই ত্রিপুরায় অভিষেক, কাল সুরমায় সভা
কৈলাস বিজয়বর্গীয় মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে নানা মহলে। প্রশ্ন উঠেছে, অগ্নিবীরদের ভবিষ্যত নিয়ে কী ভাবছে না কেন্দ্রীয় সরকার? অগ্নিবীররা দেশের সেবা করার পর কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন? অগ্নিবীরদের জন্য বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণের ঘোষণা করেছে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রক। অগ্নিবীরদের জন্য সিএপিএফ এবং অসম রাইফেলসের চাকরির ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ থাকবে। উপকূলরক্ষী বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ১৬টি সংস্থার চাকরির ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ থাকবে। বিজেপি নেতার মন্তব্যের পরে এগুলো শুধুই গাল ভরা প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই নয় বলে মনে করছেন অনেকে।

 

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version