Monday, August 25, 2025

অগ্নিবীররা দেশের সেবা করে দারোয়ান হবে? ধিক্কার: বিজেপি নেতাদের মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠলেন অভিষেক

Date:

সোমনাথ বিশ্বাস, আগরতলা: চারবছর পরে ‘অগ্নিবীর’ হিসেবে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর বিজেপির কার্যালয়ে নিরাপত্তা রক্ষীর কাজ দেওয়া হবে তাঁদের। রবিবার, ‘সগর্বে’ ঘোষণা করেছিলেন বিজেপি (BJP) নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailas Vijaybargyio)। তিনি একা নন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী বলেছিলেন, অবসরের পরে নাপিত, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার হবেন ‘অগ্নিবীর’রা। বিজেপি নেতাদের এই অপমানজনক মন্তব্যের তীব্র বিরোধিতা করে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনের প্রচারে ত্রিপুরা গিয়ে আগরতলার সাংবাদিক বৈঠক থেকে বিজেপি নেতৃত্বকে এক হাত নেন অভিষেক। বলেন, কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, অগ্নিবীররা অবসর নিলে বিজেপি অফিসের সিকিউরিটি গার্ড হবে। অর্থাৎ বিজেপি নেতার ছেলে হবে বিসিসিআইয়ের সচিব। কৈলাস বিজয়বর্গীয়র ছেলে বিধায়ক হয়ে আমলাদের ব্যাট হাতে পেটাবে। আর অগ্নিবীররা দেশের সেবা করে দারোয়ান হবে? এর থেকে লজ্জাজনক মন্তব্য আর কিছু হতে পারে না।

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী বলেছেন, অগ্নিবীররা নাপিত হবে, ইলেকট্রিশিয়ান হবে, প্লাম্বার হবে। কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যকে ধিক্কার জানান অভিষেক। বলেন, এই ধরণের মন্তব্যকারীদের দল থেকে তাড়ানো উচিত।

দেশে নির্বাচন এলেই সীমান্ত নিরাপত্তা নিয়ে শোরগোল ফেলে বিজেপি। এটা তাদের পুরনো ছক। সে কথা স্মরণ করেই অভিষেক কটাক্ষ করেন, “আপনারা তো বালোকোটকে সামনে রেখে ভোট করিয়েছিলেন। এখন সামনে নির্বাচন নেই বলে সেনা জওয়ানদের অপমান করা হচ্ছে। এই দ্বিচারিতা চলতে পারে না।” অভিষেককের মতে, অগ্নিবীর নিয়ে বিজেপি উদ্দেশ্যে এটাই। কৈলাস বলে ফেলেছেনে। যারা নিজের সেনা নিয়ে এরকম মন্তব্য করে তাদের দল থেকে বিদায় করা উচিত- তুলোধোনা করলেন অভিষেক।

অভিষেকের মতে, নোট বন্দি, কৃষি আইনের মতোই ‘অগ্নিপথ’ মোদি সরকারের একটি অপরিকল্পিতভাবে ঘোষিত প্রকল্প। প্রতিশ্রুতি আর জুমলা ছাড়া বিজেপি সরকার আর কিছুই দিতে পারে না। ‘অগ্নিপথ’ বিরোধী প্রতিবাদকে সমর্থন জানিয়েও তৃণমূল সাংসদ বলেন, দেখতে হবে যাতে এর জন্য দেশে কোথাও নৈরাজ্য সৃষ্টি না হয়।


Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version