Saturday, January 31, 2026

অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই প্রকাশিত হল অগ্নিপথে অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি

Date:

Share post:

অগ্নিপথকে(agnipath) কেন্দ্র করে বিক্ষোভের আগুন জ্বলছে গোটা দেশে। এহেন অবস্থার মাঝেই সোমবার অগ্নিপথ প্রকল্পে ভারতীয় সেনায়(Indian Army) নিয়োগের প্রথম বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। শুধু তাই নয়, আগামী ২১ জুন ভারতীয় নৌসেনা ও আগামী ২৪ জুন ভারতীয় বায়ুসেনায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ভারতীয় সেনার ৩ বাহিনী মিলিয়ে মোট ৪৬ হাজার অগ্নিবীর নিয়োগ করা হবে। পরের ৪-৫ বছরে এই সংখ্যা বাড়িয়ে করা হবে ৫০ থেকে ৬০ হাজার। ধীরে ধীরে তা নিয়ে যাওয়া হবে ৯০ হাজার থেকে ১ লক্ষে। কেন্দ্রের এই প্রকল্প অনুযায়ী, ১৭.৫ থেকে ২৩ বছর বয়সী পুরুষ এবং মহিলাদের নিয়োগ করা হবে এই প্রকল্পে। ৪ বছর পরে এই অগ্নিবীররা নিয়মিত ক্যাডারের জন্য স্বেচ্ছায় আবেদন করতে পারবেন। যোগ্যতা এবং বাহিনীর প্রয়োজনীয়তার ভিত্তিতে, সেই ব্যাচ থেকে ২৫ শতাংশ পর্যন্ত প্রার্থীকে নির্বাচন করা হবে।

কেন্দ্রের তরফে নিয়োগে যোগ্যতার যে মাপকাঠি দেওয়া হয়েছে তা হল, স্বীকৃত কারিগরি কলেজ যেমন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এবং ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক-এর মাধ্যমে ক্যাম্পাস ইন্টারভিউয়ের পরে স্থল, নৌ এবং বিমান বাহিনীর মধ্যে একটিতে সেন্ট্রালাইজড অনলাইন সিস্টেমের মাধ্যমে নাম নথিভুক্ত করা হবে। এরপর একটি ‘অল ইন্ডিয়া অল ক্লাস’ হবে। আবেদনকারীর বয়স হতে হবে বয়সসীমা ১৭.৫ থেকে ২৩ বছরের মধ্যে। অগ্নিবীররা তাদের নির্দিষ্ট বিভাগে তালিকাভুক্তির পরে হবে শারীরিক পরীক্ষা। জেনারেল ডিউটি (জিডি) সৈনিক হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাশ হতে হবে।

সেনাবাহিনীতে যোগদানের পর অগ্নিবীরদের বেতন হবে বছরে ৪.৭৬ লক্ষ টাকা। চতুর্থ বছরে তা বেড়ে হবে ৬.৯২ লক্ষ টাকা। রিলিজের পরে তারা সেবা নিধি প্যাকেজে সুদ সহ প্রায় ১১.৭১ লক্ষ টাকা (ট্যাক্স মুক্ত) পাবে। এছাড়াও একটি ৪৮ লক্ষ টাকা নন-কন্ট্রিবিউটরি বিমা কভার রয়েছে৷ কর্মীরা অগ্নিবীর দক্ষতা শংসাপত্র পেলে তা তাদের পরবর্তী কর্মসংস্থান খুঁজে পেতে সহায়তা করবে।


spot_img

Related articles

বেলডাঙায় হিংসার ঘটনার তদন্তে NIA, গঠিত হচ্ছে বিশেষ দলও

মুর্শিদাবাদের বেলডাঙায় হিংসার ঘটনার তদন্তভার হাতে নিল এনআইএ(NIA)। এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ আগেই ব্যাপক...

কুলপিতে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল অ্যাসবেস্টসের শেডও

মধ্যরাতে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি(Kulpi) থানার অন্তর্গত ছামনাবনি গ্রামে। স্থানীয় তৃণমূলের...

রাজ্য প্রশাসনে একাধিক রদবদল, সচিব পদে পরিবর্তন

ভোটের  আগে রাজ্য পুলিশে বড়সড় রদবদল হয়েছে। পুলিশের পাশাপাশি প্রশাসনেও  বড় রদবদল হয়েছে।  রাজ্য প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ দফতর...

বিদায় নিচ্ছে শীত, সপ্তাহ শেষে কুয়াশার দাপট উত্তরে, জানুন আবহাওয়ার আপডেট

বিদায়ের পথে শীত।  জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই শীতের(Winter) দাপট কমছ সঙ্গে তাপমাত্রার পারদ বাড়ছে। দক্ষিণবঙ্গে শনিবার সামান্য কমলো...