Sunday, May 4, 2025

স্বাভাবিক যান চলাচল, অগ্নিপথের প্রতিবাদে ভারত বনধের কোনও প্রভাব নেই রাজ্যে

Date:

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আজ, সোমবার ভারত বনধের ডাক দিয়েছে একাধিক সংগঠন। তবে বনধের আঁচ যাতে বাংলায় না পড়ে সে জন্য তৎপর নবান্ন। সোমবার সকাল থেকেই একাধিক জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ। হাওড়া ব্রিজে নজরদারি চালাচ্ছে বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও বিভিন্ন বাস স্ট্যান্ড ও আশেপাশের এলাকায় টহল দিচ্ছে পুলিশ। হাওড়া ডিভিশনের সবকটি স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ভারত বনধের কোনও প্রভাব পড়েনি হাওড়ায় । স্বাভাবিক রয়েছে যান চলাচল ব্যবস্থাও।


আরও পড়ুন:আজ ফের ইডির মুখোমুখি রাহুল গান্ধী


পশ্চিমবঙ্গ সরকার ভারত বনধের অশান্তি ছড়াতে পারে আশঙ্কা করে আগেই রাজ্য পুলিশকে সতর্ক করেছে। এদিন সকালেই হাওড়া ব্রিজ পরিদর্শন করেন পুলিশ কমিশনার। বিক্ষোভের আশঙ্কায় এদিনও কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। তাছাড়া সমস্ত লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক রয়েছে বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। সাধারণ যাত্রীদের যাতে অসুবিধা না হয় তাই হাওড়া স্টেশন পরিদর্শন করছে পুলিশবাহিনী। শ্যামবাজারেও চলছে পুলিশি টহলদারি। তবে কোনওরকম অশান্তির খবর পাওয়া যায়নি।


বনধের জেরে সাধারণ মানুষের জীবন-জীবিকায় যেন কোনও প্রভাব না পড়ে তার জন্য  বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। শহরে মোট ৩৮টি পিকেট বসানো হয়েছে। ৯টি ডিভিশনের তদারকির দায়িত্ব সামলাচ্ছেন ২ জন অ্যাডিশনাল সিপি এবং ৭ জন জয়েন্ট সিপি। ৪৩টি জায়গা, যেখানে সরকারি অফিস রয়েছে এবং তার বাইরে বাহিনী পোস্টিং রয়েছে। ৫৮টি জায়গাতে পিসিআরভি রয়েছে। শিয়ালদহ ও হাওড়া স্টেশনে থাকবে বিশেষ নজরদারি। শ্যামবাজার ও টালিগঞ্জে বাড়তি সতর্কতা জারি রয়েছে।


Related articles

কাশ্মীরের রমবানে খাদে সেনার গাড়ি, মৃত্যু ৩ জওয়ানের

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ জিগিরের মাঝেই ফের বিপর্যয় ভারতীয় সেনায় (Indian Army)। কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল তিন সেনা...

১৫ দিনে দ্বিতীয়বার! খড়গপুর আইআইটি-তে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

খড়গপুর আইআইটি-র হস্টেল থেকে মিলল আরও এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। মাত্র চার মাসের ব্যবধানে এই নিয়ে তৃতীয় মৃত্যু...

প্রয়াত ১২৯ বছর বয়সী দেশের প্রবীণতম ‘যোগী’ স্বামী শিবানন্দ বাবা

যোগেই (Yoga) রোগ মুক্তির কথা বলেছিলেন তিনি। জীবন দর্শনকে জীবনশৈলীতে বাস্তবায়িত করে দেখিয়েছেন। এবার শেষ হলো পথ চলা।...

অবশ্যই যেতে হবে: দিলীপের পথে জগন্নাথ মন্দিরের প্রশংসায় আরও এক বিজেপি সাংসদ

বাংলায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রতিষ্ঠা নিয়ে রাজনীতির খেলায় বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের সেই মন্দির প্রতিষ্ঠায় যাওয়া নিয়েও...
Exit mobile version