Sunday, May 4, 2025

স্বাভাবিক যান চলাচল, অগ্নিপথের প্রতিবাদে ভারত বনধের কোনও প্রভাব নেই রাজ্যে

Date:

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আজ, সোমবার ভারত বনধের ডাক দিয়েছে একাধিক সংগঠন। তবে বনধের আঁচ যাতে বাংলায় না পড়ে সে জন্য তৎপর নবান্ন। সোমবার সকাল থেকেই একাধিক জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ। হাওড়া ব্রিজে নজরদারি চালাচ্ছে বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও বিভিন্ন বাস স্ট্যান্ড ও আশেপাশের এলাকায় টহল দিচ্ছে পুলিশ। হাওড়া ডিভিশনের সবকটি স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ভারত বনধের কোনও প্রভাব পড়েনি হাওড়ায় । স্বাভাবিক রয়েছে যান চলাচল ব্যবস্থাও।


আরও পড়ুন:আজ ফের ইডির মুখোমুখি রাহুল গান্ধী


পশ্চিমবঙ্গ সরকার ভারত বনধের অশান্তি ছড়াতে পারে আশঙ্কা করে আগেই রাজ্য পুলিশকে সতর্ক করেছে। এদিন সকালেই হাওড়া ব্রিজ পরিদর্শন করেন পুলিশ কমিশনার। বিক্ষোভের আশঙ্কায় এদিনও কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। তাছাড়া সমস্ত লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক রয়েছে বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। সাধারণ যাত্রীদের যাতে অসুবিধা না হয় তাই হাওড়া স্টেশন পরিদর্শন করছে পুলিশবাহিনী। শ্যামবাজারেও চলছে পুলিশি টহলদারি। তবে কোনওরকম অশান্তির খবর পাওয়া যায়নি।


বনধের জেরে সাধারণ মানুষের জীবন-জীবিকায় যেন কোনও প্রভাব না পড়ে তার জন্য  বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। শহরে মোট ৩৮টি পিকেট বসানো হয়েছে। ৯টি ডিভিশনের তদারকির দায়িত্ব সামলাচ্ছেন ২ জন অ্যাডিশনাল সিপি এবং ৭ জন জয়েন্ট সিপি। ৪৩টি জায়গা, যেখানে সরকারি অফিস রয়েছে এবং তার বাইরে বাহিনী পোস্টিং রয়েছে। ৫৮টি জায়গাতে পিসিআরভি রয়েছে। শিয়ালদহ ও হাওড়া স্টেশনে থাকবে বিশেষ নজরদারি। শ্যামবাজার ও টালিগঞ্জে বাড়তি সতর্কতা জারি রয়েছে।


Related articles

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...
Exit mobile version