অগ্নিপথ বিক্ষোভে সোমবারও বাতিল একগুচ্ছ ট্রেন, সময়সূচিতেও বদল রেলের

রবিবারও অগ্নিপথের হিংসার আঁচ থেকে রেলকে বাঁচাতে বাতিল হয়েছিল বেশ কিছু ট্রেন। এরপর সপ্তাহের শুরুর দিন অর্থ্যাৎ সোমবারও বাতিল হয়েছে একগুচ্ছ ট্রেন। বেশ কিছু ট্রেনের সময়সূচিতেও বদল ঘটানো হয়েছে। সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথও।


একনজরে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা:

১)১৫২৩৩ কলকাতা-দ্বারভাঙা এক্সপ্রেস

২)১৩০৩১ হাওড়া–জয়নগর এক্সপ্রেস

৩)১৩১৩৭ কলকাতা-আজমগঢ় এক্সপ্রেস

৪)১৩৪০১ ভাগলপর-দানাপুর এক্সপ্রেস,

৫)১৫৫৫৩ ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস,

৬)১৩২৪১ বাঁকা-রাজেন্দ্রনগর (টার্মিনাস) এক্সপ্রেস,

৭)১৩৪১৯ ভাগলপর-মুজফ্ফপুর এক্সপ্রেস

কী কী ট্রেনের সময়সূচি বদল হয়েছে? দেখে নিন একনজরে-

১)শিয়ালদা-জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস: দুপুর ১ টা ১০ মিনিটের পরিবর্তে বিকেল ৪ টেয় শিয়ালদা থেকে ছাড়বে।

২)১৩০২৫ হাওড়া-ভোপাল দ্বি-সাপ্তাহিক এক্সপ্রেস: বেলা ১২ টা ৩৫ মিনিটের পরিবর্তে দুপুর ২ টো ৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

৩)১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস: দুপুর ১ টার পরিবর্তে দুপুর ৩ টে ১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

৪)১২২৭৩ হাওড়া-নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস: সকাল ৮ টা ৩৫ মিনিটের পরিবর্তে দুপুর ৩ টে ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

৫)১২৩০৩ হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস: সকাল ৮ টার পরিবর্তে দুপুর ২ টো ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

৬)১২৩৭১ হাওড়া-বিকানের এক্সপ্রেস: সকাল ৮ টা ১৫ মিনিটের পরিবর্তে বিকেল ৫ টায় হাওড়া থেকে ছাড়বে।

৭)১৩০২৫ হাওড়া-ভোপাল দ্বি-সাপ্তাহিক এক্সপ্রেস: বেলা ১২ টা ৩৫ মিনিটের পরিবর্তে দুপুর ২ টো ৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

8)১৩১৫১ কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস: সকাল ১১ টা ৪৫ মিনিটের পরিবর্তে দুপুর ৩ টেয় কলকাতা থেকে ছাড়বে।

৯)১৩৪০৯ মালদা টাউন-কিউল ইন্টারসিটি এক্সপ্রেস সাহিবগঞ্জ পর্যন্ত যাবে।

১০)১৩৪১০ কিউল-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস সাহিবগঞ্জ থেকে চালানো হবে।

কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করেছে পূর্ব রেল?

১)১৩৪০৯ মালদা টাউন-কিউল ইন্টারসিটি এক্সপ্রেস সাহিবগঞ্জ পর্যন্ত যাবে।

১)১৩৪১০ কিউল-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস সাহিবগঞ্জ থেকে চালানো হবে।


Previous articleঅবিরাম বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি উত্তরে, ভাঙল ব্রিজ, দক্ষিণেও হালকা বৃষ্টির পূর্বাভাস
Next articleসংকট চরমে, স্কুল-কলেজ অফিস বন্ধের সিদ্ধান্ত শ্রীলঙ্কায়