Thursday, August 28, 2025

কয়লাপাচার-কাণ্ডে সিবিআইয়ের প্রধান তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের

Date:

কয়লা পাচার কাণ্ড নিয়ে রাজ্য–রাজনীতি তোলপাড়। সিবিআই নিরপেক্ষ তদন্ত করছে না বলে আগেই অভিযোগ তুলেছেন একাধিক তৃণমূল কংগ্রেস নেতা। অন্যান্য রাজ্য থেকেও একই অভিযোগ উঠেছিল। এবার সরাসরি থানায় অভিযোগ দায়ের হল।এফআইআর করা হয়েছে কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের প্রধান তদন্তকারী আধিকারিক উমেশ কুমারের বিরুদ্ধে। এমনকি পুলিশ কথা বলেছে যিনি অভিযোগ জানিয়েছেন তার সঙ্গেও।
কয়লা পাচার কাণ্ড নিয়ে শাসকদলের একাধিক নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার সিবিআইয়ের প্রধান তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধেই ডায়মন্ড হারবারের একটি থানায় দায়ের করা হল এফআইআর (fir)। কারণ, সাক্ষী হিসেবে এক ব্যক্তিকে ডেকে হুমকি দিয়ে নিজেদের ইচ্ছা মতো বয়ান লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই আধিকারিকের বিরুদ্ধে।

আরও পড়ুন- অসুস্থ কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার, ভর্তি ICU-তে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর থানায় এই এফআইআর হয়েছে। অভিযোগ দায়ের করেছেন জনৈক হাইবার আখান। তাঁর অভিযোগ, সাক্ষী হিসেবে তাঁকে নোটিশ দিয়েছিল সিবিআই। সেই নোটিশের ভিত্তিতে তিনি নিজাম প্যালেসে গিয়েছিলেন। সেখানে জিজ্ঞাসাবাদের নামে তাঁকে হুমকি দেন উমেশ কুমার (umesh kumar)। সিবিআই আধিকারিকদের দাবি মতো বয়ান রেকর্ড করার জন্য চাপও দেওয়া হয়। ওই ব্যক্তির লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিষ্ণুপুর থানার পুলিশ সিবিআই (cbi) তদন্তকারীর বিরুদ্ধে এফআইআর করেন।এই ঘটনায় সিবিআই তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গিয়েছে, এফআইআরের পর সমস্ত নথি সংগ্রহ করেছে সিআইডি।এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version