পয়লা জুলাই থেকে খুলছে গোন্দলপাড়া জুট মিল, সিদ্ধান্ত ত্রিপাক্ষিক বৈঠকে

১ জানুয়ারি থেকে বন্ধ ছিল গোন্দলপাড়া জুট মিল।

পয়লা জুলাই থেকে খুলছে গোন্দলপাড়া জুট মিল (Gondolpara Jute Mill)। কলকাতার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং-এর শ্রমদফতরে গোন্দলপাড়া জুট মিল খোলার বিষয়ে ১১টি শ্রমিক সংগঠন নিয়ে ত্রিপাক্ষিক আলোচনা হয়। সেখানেই জুট মিল খোলার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আরও পড়ুন:সিবিআইয়ের নির্দেশে ২০১৪-র টেট পাশ শিক্ষকদের কাছে ১০ তথ্য তলব পর্ষদের


গত পয়লা জানুয়ারি থেকে বন্ধ ছিল গোন্দলপাড়া জুট মিল। ৩৮০০ জন শ্রমিক কর্মচারী কাজ করতেন। আলোচনায় ঠিক হয় আগামী পয়লা জুলাই ২০২২ থেকে সাসপেনশন অফ ওয়ার্ক তুলে নেওয়া হবে। মেইনটেনেন্স কাজ করে প্রোডাকশন চালু হবে। ত্রিপাক্ষিক আলোচনায় সরকার পক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের বেচারাম মান্না (Becharam Manna), অ্যাডিশনাল লেবার কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত, আইএনটিটিইউসি জ্যোতির্ময় চট্টোপাধ্যায় এবং আইএনটিইউসি-র গণেশ সরকার-সহ ১১টি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গোন্দলপাড়া জুট মিলের মালিক সঞ্জয় কাজুরিয়া।



Previous articleRahul Dravid: পন্থের নেতৃত্ব নিয়ে কাটাছেঁড়া করতে রাজি নন দ্রাবিড়
Next articleডিভিশন বেঞ্চেও রক্ষাকবচ মিলল না, হাজিরা দিতেই হবে মানিক ভট্টাচার্যকে