Sunday, August 24, 2025

চূড়ান্ত বেনিয়ম। টাকা নয়ছরের অভিযোগ। পাভলভ মানসিক হাসপাতালের (Pablav Mental Hospital) সুপার গণেশ প্রসাদকে (Ganesh Prasad) তলব করেছিল স্বাস্থ্য ভবন। মঙ্গলবার, ২ পাতার শোকজের (Show Cause) জবাব দিয়েছেন সুপার। তিনি যা জবাব দিয়েছেন তা খতিয়ে দেখছে স্বাস্থ্যভবন।

পাভলভ হাসপাতালের পরিস্থিতি নিয়ে বৈঠক হয়েছে বলে জানান স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম (Narayanswarup Nigam)। দিন দুয়েক পর আরও একটি বৈঠক হবে। প্রয়োজনে ফের সুপারকে তলব করা হতে পারে বলে জানান স্বাস্থ্যসচিব।
দ্রুত শোকজের উত্তর না দিলে, গণেশ প্রসাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সোমবারই জানান রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী। আরও একবার পাভলভ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য ভবনের ‘Mental Health’ বিভাগের আধিকারিকরা। বিশেষ করে হাসপাতালের মহিলা ওয়ার্ডটি ঘুরে দেখেন তাঁরা। কথা বলেন হাসপাতালের সুপার এবং নার্সিং স্টাফদের সঙ্গে।
অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের কার্যত বন্দি করে রাখা হয়েছে। খাবারের মান নিম্ন, ছেড়া পোশাক, পর্যাপ্ত ওষুধ নেই- এইসব অভিযোগ ওঠে পাভলভ হাসপাতালের বিরুদ্ধে। ওঠে অর্থ নয়ছয়ের অভিযোগও। সুপারের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষণ রিপোর্টে জানানো হয়, হাসপাতালের অন্ধকার এবং স্যাঁতসেঁতে ২টি মাত্র ঘরে ১৩ জন রোগীকে বন্ধ করে রাখা হয়েছিল। তাঁদের গায়ে ক্ষত। দুর্গন্ধযুক্ত খাবার খেতে দেওযা হত তাঁদের- রিপোর্টে জানায় স্বাস্থ্য দফতর। এবার সুপারের শোকজের জবাবের পরে স্বাস্থ্য দফতর কী ব্যবস্থা নেয় সেটাই দেখার।

 

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version