চারদিনে ৪০ ঘণ্টা জেরার পরও সন্তুষ্ট নয় এনফোর্সমেন্ট ডিরেক্টর। তাই আজ, মঙ্গলবার ফের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তলব করল ইডি। ন্যাশনাল হেরাল্ড মামলায় এইনিয়ে পাঁচবার রাহুল গান্ধীকে তলব করল ইডি।

আরও পড়ুন: ‘যোগাসনই মানুষের জীবনে শান্তি আনে’, আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

গত সপ্তাহের সোম থেকে বুধবার প্রতিদিনই রাহুলকে হাজিরা দিতে হয়েছে ইডির দফতরে। তাঁর মা তথা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁকে কয়েকদিনের ছাড় দেওয়ার আবেদন জানান রাহুল। সেই আবেদন মঞ্জুর হয়।সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সোনিয়া গান্ধী। তাই সোমবারের পর ফের মঙ্গলবার রাহুল গান্ধীকে তলব করল ইডি।
