ক্ষমা চাওয়ার নাম করে এ কী কাণ্ড!

shoot out at gorakkhpur

সাতসকালে হাড়হিম করা ঘটনা দমদমে। মঙ্গলবার সকাল আটটায় দমদমের দমকল কেন্দ্রের সামনে এক দমকলকর্মীকে লক্ষ্য করে গুলি চালান এক যুবক।অল্পের জন্য প্রাণে বাঁচেন দমকলকর্মী। ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। পলাতক দুষ্কৃতী।


আরও পড়ুন:কয়েকঘণ্টার বৃষ্টিতে জলের তলায় শিলিগুড়ির বহু এলাকা, বিপর্যয় মোকাবিলায় তৎপর পুরকর্তারা


জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৮টা নাগাদ দমকল কেন্দ্রের সামনে এক দমকল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ওই দমকলকর্মীর নাম স্নেহাশিস রায়। বরাত জোরে রক্ষা পান তিনি। সাতসকালে এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।


দমকলকর্মী জানিয়েছেন,  ক’দিন আগে রাস্তায় এক যুবকের সঙ্গে তাঁর ধাক্কা লেগেছিল। এইনিয়ে দু’জনের মধ্যে বাক বিতণ্ডাও হয়।  সেই যুবকই মঙ্গলবার সকালে দমকল কেন্দ্রের সামনে এসে স্নেহাশিসের জন্য অপেক্ষা করছিলেন। স্নেহাশিস দফতরে ঢুকতেই তিনি ডাকেন এবং বলেন তিনি ক্ষমা চাইতে চান। কিন্তু এগিয়ে যতেই স্নেহাশিসকে লক্ষ্য করে গুলি চালায় ওই যুবক। কপাল জোরে কোনওমতে বেঁচে যান স্নেহাশিস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Previous articleচারদিনে ৪০ ঘণ্টার জেরাতেও সন্তুষ্ট নয় ইডি, আজ ফের ইডির মুখোমুখি রাহুল
Next articleআনিস মামলায় CBI নয় সিটেই আস্থা হাইকোর্টের