আনিস মামলায় CBI নয় সিটেই আস্থা হাইকোর্টের

সিবিআই তদন্তের দাবি খারিজ করে আনিস মামলায় বিশেষ তদন্তকারী দল (সিট)-এর উপরই আস্থা রাখল হাইকোর্ট। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা জানান, সিবিআই তদন্তের প্রয়োজন নেই। আনিস মামলায় রাজ্য পুলিশের সিট-ই তদন্ত করবে। সিট-ই চার্জশিট পেশ করবে।


আরও পড়ুন:ক্ষমা চাওয়ার নাম করে এ কী কাণ্ড!


গত ফেব্রুয়ারি মাসে হাওড়ার ছাত্রনেতা আনিস খানের মৃত্যু হয়। আনিস খানের মৃত্যুরহস্য উন্মোচনে রাজ্য সরকারের নির্দেশে জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। সেই সিটের তদন্তের রিপোর্ট খতিয়ে দেখে সন্তুষ্ট বিচারপতি। গত ৭ জুন আনিস খান মৃত্যু মামলার শুনানি শেষ হয়। শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন বিচারপতি রাজাশেখর মান্থা। তবে আনিসের পরিবার এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড়।



Previous articleক্ষমা চাওয়ার নাম করে এ কী কাণ্ড!
Next articleR Ashwin: করোনায় আক্রান্ত অশ্বিন, অনুশীলন ম‍্যাচে অনিশ্চিত ভারতীয় এই স্পিনার