🔹সেনসেক্স ৫২,৫৩২.০৭ (⬆️ ১.৮১%)

🔹নিফটি ১৫,৬৩৮.৮০ (⬆️ ১.৮৮%)

ক্ষত সারিয়ে অবশেষে ঘুরে দাঁড়াচ্ছে দেশের শেয়ারবাজার। বিগত কয়েকদিনে লাগাতার ধাক্কা খাওয়ার পর রক্তক্ষরণ সারিয়ে মঙ্গলবার অনেকটাই ঘুরে দাঁড়ালো দেশের শেয়ারবাজার। এদিন ৯৩৪ পয়েন্ট বাড়ল বাজার। পাশাপাশি নিফটি বেড়েছে ২৮৮ পয়েন্ট।

লাগাতার গত কয়েকদিন ধরে নিম্নমুখী হওয়ার পর মঙ্গলবার বাজার বন্ধের সময় দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৯৩৪ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৯৩৪.২৩ পয়েন্ট বা ১.৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২,৫৩২.০৭। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ২৮৮.৬৫ পয়েন্ট বা ১.৮৮ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৬৩৮.৮০।

