নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি (Siliguri) ও লাগোয়া বিস্তীর্ণ এলাকা। সোমবার, রাত থেকেই নাগাড়ে বৃষ্টিতে হিলকার্ট রোড, সেবক রোড, বিধান রোডের মতো এলাকায় কোথাও হাঁটু পর্যন্ত, কোথাও তারও বেশি জল জমেছে। ফলে, রাত দেখেই যান চলাচলে বিঘ্ন ঘটে। শহরতলি এলাকায় বহু বাড়িতে জল ঢুকেছে। শক্তিগড়ের বিস্তীর্ণ এলাকায় রাত ১২টা পর্যন্ত ঘরের নীচতলার অনেকটা অংশ জলে ডুবে ছিল। প্রায় সাড়ে ৪ ঘণ্টা টানা বৃষ্টি হয় মঙ্গলবার।

আরও পড়ুন- কয়লাপাচার-কাণ্ডে সিবিআইয়ের প্রধান তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের

অভিযোগ, শিলিগুড়ির নিকাশি নালার (Drain) অনেক জায়গায় জঞ্জাল ও প্লাস্টিকের আবর্জনা জমে ছিল, তাই জল দ্রুত সরতে পারেনি। পুরসভার পক্ষ থেকে নিকাশির হাল ফেরাতে কেন আগে তৎপর হয়নি সেই প্রশ্ন উঠেছে। তবে রাতেই জল নেমেছে শহরের বেশির ভাগ এলাকায়। নীচু এলাকায় জল পুরোপুরি সরেনি। রাত থেকেই কাজ শুরু করেছেন পুরসভার কর্মীরা। পুরসভার মেয়র গৌতম দেব জানান, অতিবৃষ্টি হওয়ায় বেশ কিছু এলাকা জলমগ্ন হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

শিলিগুড়ি পুরসভায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাঁচটি বরো অফিসেই কন্ট্রোল রুম হয়েছে। জল বেড়েছে তিস্তা, মহানন্দা, করতোয়া, সাহু, জোড়াপানি, ফুলেশ্বরীতেও।

