Saturday, August 23, 2025

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন  মাত্র আট দিন।কিন্ত মনের জেদ অদম্য হলে কী করতে পারে একজন মানুষ তা করে দেখালেন কাণ্ডের শিকার গৃহবধূ রেণু খাতুন।  মঙ্গলবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে চাকরিতে যোগ দিলেন। ওই দফতরের নার্স গ্রেড ২-এর কাজে যোগ দেন তিনি। যোগদানের পর তার এই লড়াইকে কুর্নিশ জানান দফতরের সহকর্মীরা। জেলার সিএমওএইচ প্রণব রায়ের কাছ থেকে এর পর নিজের কাজের দায়িত্ব বুঝে নেন তিনি।

নতুন কোনও নির্দেশ না আসা পর্যন্ত এই দফতরেই কাজ করবেন তিনি বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, তাঁর সরকারি চাকরিতে যোগ দেওয়া আটকাতেই ৪ জুন রাতে অন্যদের সাহায্যে স্ত্রী রেণুর কবজি কেটে নেয় পাশবিক স্বামী শের মহম্মদ। ঘটনার কথা জানামাত্র রেণুর পাশে দাঁড়িয়ে তাঁর চিকিৎসা ও চাকরিতে নিয়োগ নিয়ে সক্রিয় উদ্যোগ নেন মানবিক মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- প্রয়োজনে ৪-৫ বছর পর বদলাবে ‘অগ্নিপথে’ নিয়োগ প্রক্রিয়া, ইঙ্গিত সেনা উপপ্রধানের

অন্যদিকে মঙ্গলবারই কবজি কাটার ঘটনায় ধৃত মূল অভিযুক্ত স্বামী শের মহম্মদ-সহ সাহায্যকারী চাঁদ মহম্মদ, আসরফ আলি শেখ ও হাবিব শেখকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় কাটোয়া মহকুমা আদালত। সেই সঙ্গে অভিযুক্তদের ফিঙ্গার প্রিন্ট যাচাইয়ের আবেদনও  মঞ্জুর করেছেন অতিরিক্ত বিচারবিভাগীয় আদালতের বিচারক। কবজি কাটার ঘটনায় ভাড়ার গাড়ির চালক ও এক গ্রামবাসীর গোপন জবানবন্দি নেওয়া হয় আদালতে।

Related articles

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...

ঝাঁপ বন্ধ হচ্ছে ২১৫ জামাত-এ-ইসলামের স্কুলের, সিদ্ধান্ত কাশ্মীর সরকারের

সীমান্ত পেরিয়ে ভারতীয় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে আবার নিজেদের নিরাপদ আশ্রয়ে সেঁধিয়ে গিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। চোর...

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...

কাদের নিয়ে দুর্নীতি থামাবেন: বিজেপির চার মহারথীর তথ্য তুলে তুলোধনা তৃণমূলের

দুর্নীতি দমনে মোদির মিথ্যাচার বারবার ফাঁস করেছে তৃণমূলই। অথচ বারবার বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে অন্য দলের নেতারা যেভাবে...
Exit mobile version