Wednesday, August 27, 2025

সোমবার বিধানপরিষদ নির্বাচনে শাসক জোট মহা বিকাশ অঘাড়ি ক্রসভোটিংয়ে ধাক্কার পরে মঙ্গলবার বেপাত্তা হয়ে গিয়েছিলেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা বিধায়কদের নেতা একনাথ শিন্ডে। তাঁর সঙ্গে ২৬ জন বিধায়কের আস্তানা হয় মোদির রাজ্য সুরাতের একটি হোটেল। এই নিয়ে দিনভর মহারাষ্ট্রে চলেছে টানটান নাটক।সূত্রের খবর, রাতে উদ্ধব ঠাকরের সঙ্গে ফোনে কথা হয়েছে একনাথ শিন্ডের।বিজেপির সঙ্গে জোট করতে চাইছেন একনাথ শিন্ডে। তাঁর শর্ত মানতে নারাজ উদ্ধব। এই খবর ছড়িয়ে পড়ে দ্রুত। যদিও শিবসেনা তা মানতে চায়নি।

এদিকে, শিবসেনা বিধায়কদের আর একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।
কংগ্রেসের বক্তব্য, কর্নাটক ও মধ্যপ্রদেশেও অগণতান্ত্রিকভাবে সরকার ভেঙেছে বিজেপি। গুজরাট থেকে এই অপারেশন লোটাস চলে। ওরা গণতন্ত্রে বিশ্বাস রাখে না।
বুধবার সকালে অবশ্য শিণ্ডে সাফ জানিয়েছেন , বিজেপিতে যোগ দেবেন না। মহারাষ্ট্রের বিদ্রোহী সেনা বিধায়ক একনাথ শিণ্ডে বুধবার তিনি গুজরাট থেকে পৌঁছে গিয়েছেন আর এক বিজেপি-শাসিত রাজ্য অসমে। সেখানে তাঁকে স্বাগত জানিয়েছেন, বিজেপিরই এক বিধায়ক সুশান্ত বড়গোঁহাই। একনাথ অবশ্য গুয়াহাটি বিমানবন্দরে দাঁড়িয়ে বলেন, ‘‘আমার সঙ্গে মহারাষ্ট্রের আরও ৪০ জন বিধায়ক রয়েছেন। আমরা বালাসাহেব ঠাকরের শিবসেনা ছাড়িনি, ছাড়বও না।’’
এই পরিস্থিতিতে বুধবার দুপুর ১টায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। রাজ্যে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা এইচকে পাটিলের সঙ্গে বৈঠক করবেন দলের বিধায়করা। বালাসাহেবের বাসভবনেই ওই বৈঠক হওয়ার কথা। মনে করা হচ্ছে, ৪০ জন বিধায়কের মধ্যে হাজির থাকতে পারেন ৩০ জন।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version