Thursday, November 13, 2025

সাড়ে ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পরে সাময়িক বিরতি নিয়ে ফের রাতে ইডি দফতরে রাহুল গান্ধী

Date:

ন্যাশনাল হেরাল্ড মামলায় সাড়ে ৯ ঘণ্টারও বেশি সময়ে জিজ্ঞাসাবাদের পরে সাময়িক বিরতি নিয়ে ফের মঙ্গলবার রাতে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) অফিসে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সূত্রের খবর, দিনভর জিজ্ঞাসাবাদের পর রাত আটটা নাগাদ সাময়িক বিরতি নিয়ে বাড়ি ফেরেন রাহুল। ফের রাতেই ইডি দফতরে গিয়েছেন তিনি। সূত্রের খবর, A4 সাইজের কাগজ রাহুলের লিখিত বয়ান জমা নেওয়ার পরেই তার জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শেষ হবে। দুসপ্তাহে এই নিয়ে পাঁচবার কংগ্রেস সাংসদকে জিজ্ঞাসাবাদ করল ইডি। বিষয়টি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে কংগ্রেস।

এদিন সকালে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেন রাহুল। রাত প্রায় ৮টা পর্যন্ত দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই নিয়ে প্রায় ৫০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল রাহুলকে। সূত্রের খবর, রাত ৮টা নাগাদ বোন প্রিয়ঙ্কার সঙ্গে বাড়ি ফেরেন তিনি। ফের যান ইডির কার্যালয়ে।

আগে গত সপ্তাহের সোম থেকে বুধবার টানা তিন দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। শুক্রবার তলব করা হলে মা কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কয়েকদিনের ছাড় দেওয়ার আবেদন জানান রাহুল। সেই কারণে শুক্রবারের পরিবর্তে সোমবার তাঁকে ফের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাহুলের জিজ্ঞাসাবাদ করার প্রতিবাদে দিল্লি (Delhi)-সহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেসের নেতা-কর্মীরা।

আরও পড়ুন- রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু, ঘোষণা নাড্ডার

 

 

 

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...
Exit mobile version