Friday, May 23, 2025

Mahesh: সাড়ম্বরে পালিত হবে রথযাত্রা, জানাল জগন্নাথদেব ট্রাস্টি বোর্ড

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

রথযাত্রা (Rathayatra) মানেই বাঙালির উৎসবের সূচনা। অসংখ্য মানুষের ভিড় আর ধুমধাম করে রথের দড়ি টানা, এ যেন ভীষণ চেনা দৃশ্য। কিন্তু গত দু’বছরে বদলে গেছে সবটাই। করোনার দাপটে রথযাত্রা পালিত হয়নি হুগলি (Hooghly) জেলার শ্রীরামপুরের মাহেশে। কিন্তু এবার ঐতিহ্যবাহী মাহেশের (Mahesh) রথযাত্রা পুনরায় ফিরতে চলেছে স্বমহিমায়। বৃহস্পতিবার মাহেশ জগন্নাথদেব ট্রাস্টি বোর্ডের (Jagannath Deb trusty board) পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করা হয়।

প্রায় ৬২৬ বছরের ঐতিহ্যবাহী মাহেশের রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় শ্রীরামপুরে (Srirampore)। কোনভাবেই যাতে দুর্ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখার কথা বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। যেহেতু গত দুবছর রথ নামেনি পথে, তাই এ বছর ব্যাপক জনসমাগমের আশা করাচ্ছে। আনন্দের এই রথযাত্রা উৎসব যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানান হয়েছে। আজকের  সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার (Srirampore Municipality) পৌরপ্রধান গিরিধারী সাহা (Giridhari Saha) , মাহেশ জগন্নাথদেব ট্রাস্টি বোর্ডের প্রধান সেবাইত সৌমেন অধিকারী , সম্পাদক  পিয়াল অধিকারী এবং সভাপতি অসীম পন্ডিত । তাঁরা জানান কিছুদিন আগে পানিহাটি দন্ড উৎসবে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, সেই কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হচ্ছে। অন্যদিকে আজ চন্দননগর পুলিশ কমিশনারেট-এর এসিপি শুভতোষ সরকার এবং  শ্রীরামপুর থানার(Srirampore police station)  আইসি দিব্যেন্দু দাসের নেতৃত্বে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা মন্দির সংলগ্ন এলাকা, মেলা প্রাঙ্গণ এবং রথ পরিদর্শন করেন ।

এ বছর মাহেশের রথযাত্রা উপলক্ষে মন্দিরে প্রবেশ এবং প্রস্থানের গেটে ব্যারিকেড করা হচ্ছে। ভিড় নিয়ন্ত্রণে মেলা প্রাঙ্গণেও থাকছে এই একই ব্যবস্থা। এছাড়াও বিশাল পুলিশবাহিনী এবং স্বেচ্ছাসেবী বাহিনী মোতায়েন থাকবে,  যাতে ঐতিহাসিক রথযাত্রা নির্বিঘ্ন সম্পন্ন হয় ।



spot_img

Related articles

বাংলার কনিষ্ঠ অঙ্গদাতা হয়ে ইতিহাস গড়ল ১২ বছরের উমাঙ্গ! 

'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর'—এই প্রবাদকে সত্যি প্রমাণ করল কলকাতার এক ১২ বছরের কিশোর,...

চিপস চুরির অপবাদ! অপমানে আত্মঘাতী ছাত্র, উত্তাল পাঁশকুড়া

চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী হল পাঁশকুড়ার এক সপ্তম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায়...

নির্বাচন ঘিরে একগুচ্ছ প্রতিশ্রুতি দেবাশিসের নেতৃত্বাধীন শাসক গোষ্ঠীর

বেশ কয়েকদিন আগেই ইস্তেহার প্রকাশ করেছিল মোহনবাগানে(Mohunbagan) এই মুহূর্তে বিরোধি গোষ্ঠী। সৃঞ্জয় বোসরা(Srinjoy Bose) সেখানে নানান প্রতিশ্রুতির কথা...

অনুমতি ছাড়া কর আদায় নয়! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, জারি নির্দেশিকাও 

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কোনও রকম সরকারি অনুমতি ছাড়া কর আদায় বন্ধ করতে কড়া নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা...