নাবালককে শিক্ষকের চাকরি, নতুন অভিযোগ প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে 

এবার নতুন করে আবারও দুর্নীতির অভিযোগ উঠল প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে। এক নাবালককে প্রাথমিক শিক্ষক হিসাবে চাকরি দেওয়া হয়েছে। সেই নাবালককে প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০১৭ সালে প্রাথমিকের শিক্ষক হিসেবে কাজ শুরু করার নিয়োগপত্রও দিয়ে দেয় বলে অভিযোগ।  ফলে পর্ষদের বিরুদ্ধে নতুন অভিযোগ আনতে চলেছেন নিয়োগ দুর্নীতি নিয়ে সরব মামলাকারীরা। মামলার পরবর্তী  শুনানির দিন তাঁরা আদালতের কাছে এই তথ্য পেশ করবেন বলে জানিয়েছেন।

জানা গিয়েছে যে নাবালকের বিরুদ্ধে টেটের পরীক্ষায় বসার অভিযোগ উঠেছে তার বাড়ি পূর্ব বর্ধমান। ২০১৪ সালে  সে যখন টেট পরীক্ষায় বসে, তখন তার বয়স ছিল ১৬ বছর ৯ মাস। অর্থাৎ হিসাব অনুযায়ী তখন সে একাদশ শ্রেণির ছাত্র। অভিযোগ উঠেছে নাবালকটি পরীক্ষায় অকৃতকার্য হলেও ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি তাকে চাকরির নিয়োগপত্র  দিয়ে দেয় পর্ষদ। জানা গিয়েছে মামলাকারীরা এই সমস্ত তথ্য আদালতে পেশ করবেন।

 

Previous articleMahesh: সাড়ম্বরে পালিত হবে রথযাত্রা, জানাল জগন্নাথদেব ট্রাস্টি বোর্ড
Next articleরাষ্ট্রপতি ভোটে জিততে অনৈতিকভাবে সরকার ফেলার উদ্যোগ মহারাষ্ট্রে: বিজেপিকে ভর্ৎসনা মমতার