Sunday, November 16, 2025

মোদি ফের প্রধানমন্ত্রী হলে কর্ণাটক ভেঙে হবে দুই রাজ্য: বার্তা বিজেপি মন্ত্রী উমেশের

Date:

২০২৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি(Narendra Modi) ফের প্রধানমন্ত্রী(Prime Minister) হলে কর্ণাটক রাজ্যকে ভেঙে দুটি রাজ্য গড়া হবে। বিজেপি শাসিত কর্ণাটকের মন্ত্রী উমেশ কাট্টির(Umesh Katti) এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। যদিও এখানেই থামেননি ওই মন্ত্রী। তাঁর আরও দাবি, আলোচনা চলছে দেশে মোট ৫০ টি রাজ্য করার। এক্ষেত্রে উদাহরণ স্বরূপ তিনি বলেন, কর্ণাটক(Karnataka) ও মহারাষ্ট্রকে দুটি করে রাজ্যে ভাঙা হবে এবং উত্তরপ্রদেশকে ভাঙা হবে ৪টি রাজ্যে।

কর্ণাটকের খাদ্য ও খাদ্য সরবরাহকরণ মন্ত্রী উমেশ কাট্টি এদিন এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “এটা আমাদের দলের অবস্থান নয়, তবে এটা এবার অবশ্যই হওয়া উচিত। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই এবং এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করি। আসন্ন ২০২৪ সালের নির্বাচনের পরে, প্রধানমন্ত্রী মোদি ক্ষমতায় ফিরবেন। আর তখনই মহারাষ্ট্রকে দুই ভাগে ভাগ করা হবে, কর্ণাটককেও দুই ভাগে ভাগ করা হবে এবং উত্তর প্রদেশকে চার ভাগে ভাগ করা হবে। মোট ৫০টি রাজ্য গঠনের জন্য আলোচনা চলছে। এই তালিকায় উত্তর কন্নড় আলাদা রাজ্য হওয়া উচিত”। উমেশ কাট্টির এই বক্তব্য প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই বিতর্ক চরম আকার ধারণ করেছে।

শুধু তাই নয়, রাজ্য ভাঙার দাবিতে নিজের যুক্তি খাড়া করে ওই বিজেপি নেতার দাবি, বেঙ্গালুরু রাজ্যের জন্যসংখ্যা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে, মানুষের প্রয়োজন মতো জলের সাপ্লাই দেওয়া যাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে থাকতে হচ্ছে মানুষকে। তবে উত্তর কর্ণাটকে বিপুল সম্ভাবনা রয়েছে। আর এই অংশকে আলাদা রাজ্য করার দাবিতে সকলের আন্দোলন করা উচিত। অবশ্য কাট্টির এই আলাদা রাজ্যের দাবি এই প্রথমবার নয় এর আগেই এহেন দাবি তুলে বিজেপিকে অস্বস্তিতে ফেলেছেন উমেশ কাট্টি।


Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version