পেট্রোল পাম্প থেকে তেল কিনে এনে আগুন ধরানো হয় বগুটুইতে,  দাবি সিবিআই চার্জশিটে

পেট্রোল পাম্প থেকে ৫ লিটার তেল কিনে এনে জ্বালানো হয় বগুটুই গ্রামে। সিবিআই চার্জশিটে এই ঘটনার উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে , যে পেট্রোল পাম্প থেকে তেল কেনা হয়েছে সেখানকার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। সিবিআইয়ের চার্জশিটে স্পষ্ট করে বলা হয়েছে যে , ঘটনার দিন রাতে রামপুরহাটের মুনসুবা মোড়ের একটি পেট্রোল পাম্প থেকে দুটি বড় পাত্রে ভর্তি করে ৫ লিটার পেট্রোল কেনা হয়েছিল। তেল কেনার কাজে যুক্ত ছিল অভিযুক্ত রিটন ও ডলার । বাইকে করে তারা ওই পেট্রোল কিনতে গিয়েছিল বলে সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে। শুধু তাই নয় পেট্রোল পাম্প থেকে তারা যখন তেলকিং ছিল সেই মুহূর্তটিও ধরা আছে সিসিটিভি ক্যামেরায়। এমনই দাবি করা হয়েছে সিবিআইয়ের চার্জশিটে।অর্থাৎ পেট্রোল দিয়ে যে অভিযুক্তরা বগুটুই গ্রামে বাড়িতে আগুন দিয়েছিল তার উল্লেখ রয়েছে সিবিআই চার্জশিটে।

 

Previous articleজমজমাট জুলাই, দেশ বিদেশের ৪০টি ছবি নিয়ে উৎসব শুরু
Next articleচাঁদিপুরে সমুদ্রে মিসাইল উৎক্ষেপণ করে চিনকে সমঝে দিল ভারত