Tuesday, August 26, 2025

কার এক্তিয়ার কতটুকু এই সমস্যা দীর্ঘ দিনের কিন্তু কিছুতেই মিলছিল না সমাধান। এবার ম্যাপে এঁকে নিজেদের এরিয়া বুঝে নিতে পদক্ষেপ করল বিধাননগর পুলিশ (Bidhannagar police)। সীমানা চিহ্নিতকরণ সম্পূর্ণ হলে বাইপাসের (EM Bypass) উপরে চিংড়িঘাটার অংশটি পাকাপাকি ভাবে কলকাতা পুলিশের (Kolkata police) অধীনে চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

হঠাৎ এরিয়া বাছাই করতে হঠাৎ উঠে পড়ে লাগল কেন পুলিশ? বেলেঘাটার বিল্ডিং মোড় ও সল্টলেকের জলবায়ু বিহারের সংযোগস্থলের ফুটব্রিজ থেকে চিংড়িঘাটা উড়ালপুলে ওঠার আগের বেশ কিছুটা অংশ কোন পুলিশের এক্তিয়ারের মধ্যে পড়ছে? এই নিয়ে কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশের মধ্যে দীর্ঘ দিনের জটিলতা। সূত্রের খবর, ওই ১৩০ মিটার অংশে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব বিধাননগর (দক্ষিণ) থানার পুলিশের আর ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব কলকাতা পুলিশের। কিন্তু দুর্ঘটনা ঘটলে কোন পুলিশ তদন্ত করবে তা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্দেশ দেন, চিংড়িঘাটার পথ নিরাপত্তার দায়িত্ব কলকাতা ও বিধাননগর পুলিশকে নিজেদের মধ্যে বোঝাপড়া করে সামলাতে হবে। সেইমতো বর্তমানে সীমানা নির্ধারণের মানচিত্র তৈরির কাজ শুরু হয়েছে। আর সেই কাজে যুক্ত করা হয়েছে বিধাননগর পুরসভাকেও । চিংড়িঘাটার ওই জায়গায় পুরসভার কর্মী ও আধিকারিকেরা এলাকার জমির দাগ নম্বর-সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন। কলকাতা পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে যে বর্তমানে চিংড়িঘাটার ওই ১৩০ মিটার অংশে ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে বেলেঘাটা ট্র্যাফিক গার্ড (Beleghata Traffic Guard)। কিন্তু আইন-শৃঙ্খলারক্ষার কাজের ক্ষেত্রে ওই জায়গাটি কোন কোন থানা এলাকার মধ্যে কতটা করে ঢুকবে, তা নিয়েই চলছে জল্পনা। দাগ নম্বর ধরে জমিগুলি চিহ্নিত করার কাজ চলছে। জমিগুলি চিহ্নিত করতে পারলেই ওই ১৩০ মিটার অংশ কতগুলি থানার মধ্যে ঢুকবে সেটা বুঝতে পারা যাবে।সেইমতো সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে।



Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version