ওয়ানাডে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর অফিস ভাঙচুর! অভিযুক্ত SFI

নজিরবিহীন আক্রমণের মুখে কংগ্রেস (Congress) শীর্ষনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ কার্যালয়। শুক্রবার ওয়ানাডে রাহুল গান্ধীর (Rahul Gandhi) অফিসে ব্যাপক ভাঙচুর চালায় চালিয়েছে সিপিএমের ছাত্র সংগঠনের সদস্যরা। শুধু তাই নয়, অফিসে থাকা কর্মীদেরও বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ।

আচমকাই কেন রাহুল গান্ধীর (Rahul Gandhi) অফিসে ভাঙচুর চালাল এসএফআই সমর্থকরা? সূত্রের খবর, সম্প্রতি সম্প্রতি ইকো সেনসিটিভ জোন নিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই রায়ে বলা হয়েছে সংরক্ষিত বন ও অভয়ারণ্য সংলগ্ন এক কিলোমিটার এলাকা পরিবেশ সংবেদনশীল এলাকা (ESZ) হিসেবেই চিহ্নিত থাকবে। সুপ্রিম কোর্টের এই রায়ের পরেও কেন সাংসদ রাহুল গান্ধী কেন কোনও পদক্ষেপ গ্রহন করেনি এই অভিযোগে শুক্রবার কংগ্রেস সাংসদের কার্যালয় অবধি মিছিলের ডাক দিয়েছিল এসএফআই (SFI)। এরপরই আচমকাই কার্যালয়ে চড়াও হয় এসএফআই (SFI) কর্মী-সমর্থকরা। শুরু হয় গুণ্ডামি। দফতরে থাকা চেয়ার সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। বাধা দিতে গেলে দফতরের কর্মীদেরও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সিপিএম ছাত্র সংগঠনের কর্মীদের গুণ্ডামির নিন্দা করেছেন কেরলের প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণ (K Sudhakaran)।

আরও পড়ুন- চাঁদিপুরে সমুদ্রে মিসাইল উৎক্ষেপণ করে চিনকে সমঝে দিল ভারত

 

 

Previous articleচাঁদিপুরে সমুদ্রে মিসাইল উৎক্ষেপণ করে চিনকে সমঝে দিল ভারত
Next articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ